Lionel Messi : বার্সা-বিদায়ী অশ্রুসিক্ত মেসির সেই টিস্যু পেপার বিক্রি হবে, দাম শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য

Last Updated:
নয়াদিল্লি : দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির (Lionel Messi ) চলে যাওয়ার ছবি মাইলফলক হয়ে থাকবে ক্রীড়াজগতের মানচিত্রে ৷ বিদায়ী বক্তব্য রাখতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি মহাতারকা ফুটবলার ৷ তাঁর নতুন ঠিকানা এখন প্যারিসের সঁ জরম্যঁ ক্লাব ৷
বার্সেলোনাকে মেসির বিদায় জানানোর ঘটনা ও দৃশ্য সারা পৃথিবীর ফুটবলপ্রেমীর কাছে বড় অঘটন ৷ অগণিত অনুরাগীর সামনে যখন মেসি অশ্রুসিক্ত, তখন তাঁর স্ত্রী এগিয়ে দেন টিস্যু পেপার ৷ শোনা যাচ্ছে ওই টিস্যু পেপার এ বার বিক্রি হবে ৷ দাম উঠতে চলেছে প্রায় ১ মিলিয়ন ডলার ৷
স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক সম্মেলনে চোখ মোছার পর টিস্যু পেপারটি ফেলে দিয়েছিলেন মেসি ৷ এক ব্যক্তি সেটি কুড়িয়ে পান ৷ তিনি এ বার সেটি বিক্রি করতে চান ৷ দাম ধার্য করেছেন ১ মিলিয়ন ডলার ৷
advertisement
advertisement
কিন্তু পিএসজি-র হয়ে মেসি খেলবেন কবে? জানতে অধীর আগ্রহে দিন গুনছেন তাঁর অসংখ্য অনুরাগী ৷ স্ট্রসবুর্গের বিরুদ্ধে অভিষেক ম্যাচে তাঁকে পাওয়া যায়নি ৷ কবে মেসিকে নতুন অবতারে দেখা যাবে, তা নিয়ে জল্পনার অন্ত নেই ৷ নতুন ক্লাবে প্রতি মরসুমে মেসি প্রায় ৩৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাবেন বলে জানা গিয়েছে ৷ নতুন ক্লাবে মেসি ৩০ নম্বর জার্সি পরে খেলবেন বলে জানা গিয়েছে ৷ এই একই নম্বরের জার্সি পরেই তিনি খেলেছিলেন বার্সেলোনার হয়ে প্রথম দু’টি মরসুমে ৷ এর পর তিনি ১৯ নম্বর জার্সি পরেও খেলেন ৷ তার পর তাঁর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায় বিখ্যাত ১০ নম্বর জার্সি ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi : বার্সা-বিদায়ী অশ্রুসিক্ত মেসির সেই টিস্যু পেপার বিক্রি হবে, দাম শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement