Lionel Messi : বার্সা-বিদায়ী অশ্রুসিক্ত মেসির সেই টিস্যু পেপার বিক্রি হবে, দাম শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
নয়াদিল্লি : দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির (Lionel Messi ) চলে যাওয়ার ছবি মাইলফলক হয়ে থাকবে ক্রীড়াজগতের মানচিত্রে ৷ বিদায়ী বক্তব্য রাখতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি মহাতারকা ফুটবলার ৷ তাঁর নতুন ঠিকানা এখন প্যারিসের সঁ জরম্যঁ ক্লাব ৷
বার্সেলোনাকে মেসির বিদায় জানানোর ঘটনা ও দৃশ্য সারা পৃথিবীর ফুটবলপ্রেমীর কাছে বড় অঘটন ৷ অগণিত অনুরাগীর সামনে যখন মেসি অশ্রুসিক্ত, তখন তাঁর স্ত্রী এগিয়ে দেন টিস্যু পেপার ৷ শোনা যাচ্ছে ওই টিস্যু পেপার এ বার বিক্রি হবে ৷ দাম উঠতে চলেছে প্রায় ১ মিলিয়ন ডলার ৷
স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক সম্মেলনে চোখ মোছার পর টিস্যু পেপারটি ফেলে দিয়েছিলেন মেসি ৷ এক ব্যক্তি সেটি কুড়িয়ে পান ৷ তিনি এ বার সেটি বিক্রি করতে চান ৷ দাম ধার্য করেছেন ১ মিলিয়ন ডলার ৷
advertisement
advertisement
When Messi cries, we all cry. Big hug. ❤️ u Leo. pic.twitter.com/wAHhzWrkP3
— FC Barcelona (@FCBarcelona) August 8, 2021
কিন্তু পিএসজি-র হয়ে মেসি খেলবেন কবে? জানতে অধীর আগ্রহে দিন গুনছেন তাঁর অসংখ্য অনুরাগী ৷ স্ট্রসবুর্গের বিরুদ্ধে অভিষেক ম্যাচে তাঁকে পাওয়া যায়নি ৷ কবে মেসিকে নতুন অবতারে দেখা যাবে, তা নিয়ে জল্পনার অন্ত নেই ৷ নতুন ক্লাবে প্রতি মরসুমে মেসি প্রায় ৩৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাবেন বলে জানা গিয়েছে ৷ নতুন ক্লাবে মেসি ৩০ নম্বর জার্সি পরে খেলবেন বলে জানা গিয়েছে ৷ এই একই নম্বরের জার্সি পরেই তিনি খেলেছিলেন বার্সেলোনার হয়ে প্রথম দু’টি মরসুমে ৷ এর পর তিনি ১৯ নম্বর জার্সি পরেও খেলেন ৷ তার পর তাঁর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায় বিখ্যাত ১০ নম্বর জার্সি ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2021 5:43 PM IST