কোপা আমেরিকা শুরুর আগে কলম্বিয়ার বিরুদ্ধে কঠিন পরীক্ষা আর্জেন্টিনার

Last Updated:

মেসির সঙ্গে লতুরো মার্টিনেজ এবং লো সেলসো শুরু করবেন সম্ভবত। ডি মারিয়ার জায়গায় নিকো গঞ্জালেস খেলতে পারেন এবং ডিফেন্স মার্টিনেজ এর জায়গায় এবার নিকোলাস ওতামেন্দি খেলবেন সম্ভবত

তবে কোপা আমেরিকার শুরু হতে বাকি আছে প্রায় পাঁচদিন। তার আগে অন্য পরীক্ষায় নামছেন লিওনেল মেসি।কনমেবল গ্রুপ থেকে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। কোয়ালিফায়ারের অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে মেসি ব্রিগেড যাচ্ছে কলম্বিয়ার বারানকুইয়াতে। কোপা আমেরিকা শুরু হওয়ার ৫ দিন আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অষ্টম রাউন্ড হতে চলেছে। লস কাফেতেরোস অর্থাৎ কলম্বিয়া চাইবে তাঁদের পর পর জয়ের রেকর্ড বজায় রাখতে এবং আর্জেন্টিনা চিলির বিরুদ্ধে ড্র করার পর প্রয়োজনীয় ৩ পয়েন্ট জোগাড় করতে চায়।
advertisement
আর্জেন্টিনা তাঁদের কোয়ালিফায়ারের ৫টি ম্যাচই অপরাজেয় ছিল। ৩ টি ম্যাচ জয় এবং ২টি ড্র করে টেবিলের দ্বিতীয় স্থানে আছে।  এখন আর্জেন্টিনা চাইবে কলম্বিয়াকে হারিয়ে ৩ পয়েন্ট জোগাড় করে নিজেদের দ্বিতীয় স্থানটা ধরে রাখবে। না হলে কিন্তু দুরন্ত ফর্মে থাকা ইকুয়েডর টেবিলে তাঁদের পজিশন ছিনিয়ে নিতে পারে। অন্যদিকে কলম্বিয়া ৭ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে আছে, তাঁরা চাইবে যে করে হোক আর্জেন্টিনাকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের একটি সুরক্ষিত জায়গায় থাকতে ।
advertisement
advertisement
বেশ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কলম্বিয়ার প্রাক্তন ফুটবলার ভ্যালেন্সিয়া বলেছিলেন যে মেসি আর আগের মত প্রভাবশালী নেই, তাই তাঁকে নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। আগামী ৯ই জুন, রেইনালদো রুয়েদার কলম্বিয়া দলে আগের ম্যাচের সবাই থাকবে। শুধু করোনা আক্রান্ত হওয়ার জন্য আলফ্রেডো মোরেলেস থাকতে পারবেন না। তবে পেরুর ম্যাচে লাল কার্ড দেখার জন্য থাকতে পারবে না ড্যানিয়েল মুনিওজ। তবে রুয়েদা চাইবেন রক্ষণাত্মক কায়দায় খেলতে, এবং সম্ভবত ২ জন রক্ষণাত্মক মিডফিল্ডার খেলবেন।
advertisement
লা আলবিসিয়েস্তে কোচ লিওনেল স্কালোনি মাঝমাঠে এবং ডিফেন্সে কিছু বদল আনতে পারেন। তবে মেসির সঙ্গে লতুরো মার্টিনেজ এবং লো সেলসো শুরু করবেন সম্ভবত। ডি মারিয়ার জায়গায় নিকো গঞ্জালেস খেলতে পারেন এবং ডিফেন্স মার্টিনেজ এর জায়গায় এবার নিকোলাস ওতামেন্দি খেলবেন সম্ভবত। মেসি জানেন কাতার তাঁর শেষ বিশ্বকাপ। তার আগে বিশ্বকাপে কোয়ালিফাই নিশ্চিত করতে মরিয়া হবেন তিনি।
advertisement
কলম্বিয়া বনাম আর্জেন্টিনা : ভারতীয় সময় বুধবার ভোর ৪:৩০
বাংলা খবর/ খবর/খেলা/
কোপা আমেরিকা শুরুর আগে কলম্বিয়ার বিরুদ্ধে কঠিন পরীক্ষা আর্জেন্টিনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement