France 8 goals : এমবাপে, বেনজেমার দাপটে বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স, সহজ জয় বেলজিয়ামের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Kylian Mbappe score four goals against Kazakhstan . কিলিয়ান এমবাপের চারটি এবং করিম বেনজেমার জোড়া গোলের সুবাদে কাজাখস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নস ফ্রান্স।
ফ্রান্স - ৮
কাজাখস্তান - ০
#প্যারিস: কাতার বিশ্বকাপের টিকিট কেটে নিল ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আবার নিশ্চিত করল ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলার। এককথায় আগুনে পারফরম্যান্স। এবারের আন্তর্জাতিক বিরতিতে ইউরোপের বড় দলগুলো প্রতিপক্ষকে নিয়ে যেন ছেলেখেলায় মেতেছে। জার্মানি, ইংল্যান্ডের পর এবার ফ্রান্স গোলবন্যায় ভাসালো প্রতিপক্ষকে। গতকাল রাতে কিলিয়ান এমবাপের চারটি এবং করিম বেনজেমার জোড়া গোলের সুবাদে কাজাখস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নস ফ্রান্স।
advertisement
advertisement
প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফ্রান্সের হয়ে প্রথম তিন গোলই এমবাপের। ৬ মিনিটে গোলখাতা খোলেন তিনি। এরপর ১২ এবং ৩২ মিনিটে আরও দুটি গোলে ফ্রান্সের জার্সি গায়ে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েন এই তারকা ফুটবলার। ম্যাচে এমবাপের শেষ গোলটি, ফ্রান্সেরও শেষ গোল। আসে ৮৭ মিনিটে। মাঝের সময়টায় ঝলক দেখান এবারের ব্যালন ডি’অরের দৌড়ে থাকা করিম বেনজেমা।
advertisement
দ্বিতীয়ার্ধে ম্যাচে ৫৫ এবং ৫৯ মিনিটে গোল দুটি করেন এই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। কাজাখস্তানের বিপক্ষে লেস ব্লুজদের হয়ে বাকি দুই গোল আদ্রিয়েন রাবিওট এবং আন্টোনিও গ্রিজম্যানের। ৭৫ মিনিটে রাবিওট এবং ৮৪ মিনিটে গ্রিজম্যান পেনাল্টি থেকে গোল দুটি করেন। ম্যাচে চারটি গোল করে আলো কাড়ার দিন এমবাপে দলের একটি গোলে সহায়তাও করেছেন। নামের পাশে দুটি করে অ্যাসিস্ট যুক্ত করেন কিংসলে কোম্যান এবং থিও হার্নান্দেজ।
advertisement
Karim Benzema vs Kazakhstan: 2 goals 3 shots 31 accurate passes 2 chances created 3 shots [2 on target] 2 long balls [1 accurate] 50 touches 8.6 match rating on @FotMob Solid performance by Benzema who became Frances 5th top scorer with his goals today. pic.twitter.com/ziyscFk2B5
— KB9 (@KB9Xtra) November 13, 2021
advertisement
গোল করা গ্রিজম্যান এবং বদলি হিসেবে নেমে মুসা দিয়াবিও সতীর্থদের গোলে সহায়তা করেছেন। এ জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘ডি’-এর শীর্ষস্থান আরও মজবুত করল ফ্রান্স। ৭ ম্যাচে শেষে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। দুইয়ে থাকা ফিনল্যান্ডের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৪। ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামও কাল রাতে সহজ জয় তুলে নিয়েছে এস্তোনিয়ার বিপক্ষে।
advertisement
ব্রাসেলসে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারায় রেড ডেভিলসরা। দলের জয়ে গোল তিনটি করেছেন ক্রিশ্চিয়ান বেনটেকে, ইয়ানিক কারাসকো এবং থরগান হ্যাজার্ড। দুর্বল এস্তোনিয়ার হয়ে সান্ত্বনাসূচক গোলটি আসে এরিক সোরগার পা থেকে। তবে মেম্ফিস ডিপাইয়ের জোড়া গোলও জয় এনে দিতে পারেনি নেদারল্যান্ডসকে। বার্সেলোনার এই ফরোয়ার্ডের কল্যাণে দুই গোলের লিড নিয়েও মন্টেনেগ্রোর কাছে শেষ পর্যন্ত পয়েন্ট খোয়ায় ডাচরা। ফ্রান্সের ম্যানেজার দিদিয়ের দেশ অবশ্য এই বিরাট জয় নিয়ে অতিরিক্ত উচ্ছ্বসিত হতে নারাজ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2021 3:27 PM IST