সোমেন স্মরণে ময়দান... শেষ যাত্রায় মিলেমিশে একাকার লাল-সবুজ-সাদা-কালো

Last Updated:

প্রয়াত নেতার শেষ যাত্রায় চোখের জলে, হৃদয়ের আকুতিতে মিলেমিশে একাকার হয়ে গেল লাল-সবুজ, হলুদ-মেরুন, সাদা- কালো

#কলকাতা : রাজনৈতিক কেরিয়ারে  লাল ছিল তাঁর মূল প্রতিপক্ষ। সর্বক্ষণের সঙ্গী ছিল প্রিয় সবুজ রং। ময়দানী সোমেন মিত্রর ক্ষেত্রে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল লাল-সবুজ-সাদা-কালো। বটতলার তিন ক্লাবের সঙ্গে তাঁর ছিল নাড়ির টান।
প্রয়াত নেতার শেষ যাত্রায় সামিল ময়দানের তিন প্রধান। বিধানসভায় গিয়ে  ক্লাব পতাকা ও ফুলের স্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ইস্টবেঙ্গল কর্তারা। প্রয়াত নেতার বাড়িতে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মোহনবাগান ও মহমেডান ক্লাব কর্তারা।
দীর্ঘদিনের বন্ধু পল্টু দাসের কারণেই কি না কে জানে, প্রয়াত নেতার ইস্টবেঙ্গলের দিকে বেশি ঝোঁক ছিল। আরও একটা কারণ অবশ্যই জন্মসূত্রে যশোরের ভূমিপুত্র হওয়া। খেলা দেখতে বারে বারে ছুটে যেতেন লাল-হলুদ গ্যালারিতে। রাজনীতিক হিসেবে তখনও পরিচিতি পান নি মধ্য কলকাতার ছোড়দা। বন্ধু পল্টু দাসের ডাকে বারে বারে ছুটে গিয়েছেন সবুজ মাঠের লাল হলুদ গ্যালারিতে।
advertisement
advertisement
জীবনের শেষ যাত্রাতে প্রয়াত নেতাকে সম্মান জানাতে কসুর করেনি কলকাতা ময়দান। সোমেন মিত্র যতটা রাজনীতির, ততটাই নিজের লোক ছিলেন বটতলার। প্রয়াত নেতার শেষ যাত্রায় চোখের জলে, হৃদয়ের আকুতিতে মিলেমিশে একাকার হয়ে গেল লাল-সবুজ, হলুদ-মেরুন, সাদা- কালো।
PARADIP GHOSH 
বাংলা খবর/ খবর/খেলা/
সোমেন স্মরণে ময়দান... শেষ যাত্রায় মিলেমিশে একাকার লাল-সবুজ-সাদা-কালো
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement