জানেন কি রুশ বিশ্বকাপের কোয়ার্টারের মজার সংখ্যা তত্ত্বের মজার অঙ্ক

Last Updated:

কোয়ার্টার ফাইনালে বেশ একটা ৬-৭ -র মজার পরিসংখ্যান কাজ করছে ৷ প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও উরুগুয়ে ৷ এই খেলাটি রয়েছে ৬ তারিখ ৷

Representational Image
Representational Image
#মস্কো : কোয়ার্টার ফাইনালে বেশ একটা ৬-৭ -র মজার পরিসংখ্যান কাজ করছে ৷ প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও উরুগুয়ে ৷ এই খেলাটি রয়েছে ৬ তারিখ ৷
৬ তারিখ সন্ধ্যার ম্যাচের দুই দলের নামের বানান যদি ইংরাজি ভাষায় দেখেন তাহলে  FRANCE শব্দে রয়েছে ৬ টি অক্ষর অন্যদিকে তাদের প্রতিপক্ষ URUGUAY-র নামের বানানে রয়েছে ৭ টি অক্ষর ৷
একইভাবে এদিন রাতে যে ব্রাজিল বনাম বেলজিয়াম ম্যাচ দেখবেন তাতেো দুই দলের নামের বানানে এই ৬ ও ৭ -র খেলা রয়েছে ৷  BRAZIL-র ৬ টি অক্ষর প্রতিপক্ষ  BELGIUM -র ৭ টি অক্ষর রয়েছে ৷
advertisement
advertisement
৭ তারিখের দুটি কোয়ার্টার ফাইনালেও এই একই মজার অঙ্ক রয়েছে ৷ সুইডেন বনাম ইংল্যান্ড খেলায়  SWEDEN শব্দটি ৬ টি অক্ষরের সমাহার আর  ENGLAND -র রয়েছে ৭ টি অক্ষর ৷
কোয়ার্শেটারের শেষ ম্যাচটিতেও রয়েছে একই মজার অঙ্ক ৷ RUSSIA -ছটি অক্ষর দিয়ে তৈরি একটি দেশের নাম ৷ তাদের বিরুদ্ধে যে  CROATIA নামবে তাদের নামেও সেই ৭ টি শব্দ ৷
advertisement
ফলে জুলাইয়ের ৬-৭ তারিখের জবরদস্ত ৬-৭ -র উপভোগ্য লড়াই যে হবে তা নিশ্চিতভাবে বলা যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জানেন কি রুশ বিশ্বকাপের কোয়ার্টারের মজার সংখ্যা তত্ত্বের মজার অঙ্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement