চুলে নেইমার ছাঁট চাই? বা পিঠে আর্জেন্টিনার পতাকা? জেনে নিন কত খরচ

Last Updated:

হাতে বা পায়ে রং করানোর খরচ ২০০ টাকা থেকে শুরু। হেয়ার ড্রেসারের দাবি, তেল না পড়লে একমাস রং থাকবে।

#কলকাতা: সোচিতে নেইমারদের অনুশীলনে হাজার হাজার সমর্থক। রাশিয়া থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে হাওড়ার উৎসাহ কোনও অংশে কম নয়। বিশ্বকাপ বলে কথা। তাই প্রিয় দেশ, তারকার জন্য রঙিন হয়েছেন সমর্থকরা। কেউ পিঠে ব্রাজিলের পতাকা আঁকাচ্ছেন, কারও চুলে মেসির ছাঁট। ভিনদেশ নয়, আমাদের হাওড়ার নেতাজি সুভাষ রোডের স্যালোঁতে উন্মাদনা এখন থেকেই।
পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে হেয়ার ড্রেসারদের কাছে মহিলারা। কেউ মেসিদের হয়ে গলা ফাটাতে পিঠে আর্জেন্টিনার পতাকা আঁকিয়েছেন, কেউ ব্রাজিলের। ছেলেরা আবার মেসি, নেইমারদের ছাঁট দিতে ব্যস্ত। কোনও উৎসাহী আবার চুলে প্রিয় ফুটবলারের নাম লিখেই খুশ।
advertisement
advertisement
হাওড়ার নেতাজি সুভাষ রোডের এই পার্লারে এখন দিনভর ব্যস্ততা। বিশ্বকাপের রেপ্লিকার আদলে চুল কাটালে ৩০০ টাকা খরচ। রং করালে বাড়তি খরচ। ফুটবলারের নাম লেখার হলে দিতে হবে ২০০ টাকা। আর পিঠে রং করার জন্য রেট ৫০০ টাকা।
হাতে বা পায়ে রং করানোর খরচ ২০০ টাকা থেকে শুরু। হেয়ার ড্রেসারের দাবি, তেল না পড়লে একমাস রং থাকবে।
বাংলা খবর/ খবর/খেলা/
চুলে নেইমার ছাঁট চাই? বা পিঠে আর্জেন্টিনার পতাকা? জেনে নিন কত খরচ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement