ক্রোয়েশিয়ার ফাইনালের রাস্তা, দেখে নিন এক নজরে

Last Updated:

রোড টু মস্কো তো ঠিক হয়ে গেছে ৷ ফাইনালের দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও ফ্রান্স দু‘দলই তৈরি মেগা এনকাউন্টারের প্রস্তুতিতে ৷

#মস্কো: রোড টু মস্কো তো ঠিক হয়ে গেছে ৷ ফাইনালের দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও ফ্রান্স দু‘দলই তৈরি মেগা এনকাউন্টারের প্রস্তুতিতে ৷
ফাইনাল অবধি পৌঁছনোর রাস্তা সকলেই দেখেছি ৷  কিন্তু সেই বিষয়টা এই ফাইনালের আগে আরও একবার ঝালিয়ে নিলে মন্দ হয় না ৷c
ক্রোয়েশিয়ার ‘ফাইনাল’ জার্নি-তে প্রথম ম্যাচটা ছিল নাইজেরিয়ার বিরুদ্ধে ৷  প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে ২ গোলে জয়। দ্বিতীয় ম্যাচে মেসিদের ডিফেন্সকে চুরমার করে ৩ গোলে জিতেছিলেন মদরিচরা । গ্রুপের শেষ ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জিতে প্রি কোয়ার্টারে ওঠে ক্রোয়েশিয়া। প্রি কোয়ার্টারে ডেনমার্কের বিরুদ্ধে ১-১ গোলে ড্র ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৩-২ গোলে পেনাল্টি  শ্যুটআউটে  জিতে শেষ আটে। কোয়ার্টারে রাশিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই। ২-২ গোলে ড্র ম্যাচ শেষপর্যন্ত টাইব্রেকারে জিতে নেন পেরিসিচ-মান্ডজুকিচরা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ মিনিট পর্যন্ত ফল ছিল ১-১। অতিরিক্ত সময়ে গোল করে দলকে জেতান মান্ডজুকিচ। ছয় ম্যাচে ১২ গোল করেছে ক্রোয়েশিয়া। গোল হজম করেছে ৫ বার।
advertisement
advertisement
ফাইনালে ক্রোয়েশিয়ার সামনে বিশ্বকাপের সবথেকে ধারাবাহিক দল ফ্রান্স। এমবাপে-গ্রিজম্যান-পোগবাদের আটকানোই চ্যালেঞ্জ ক্রোয়েশিয়া ডিফেন্সের। কথায় আছে ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। নকআউটে ভাগ্যের সাহায্যও পেয়েছেন সুবাসিচরা। এবার ফাইনালেও ক্রোট রূপকথা -র পুনরাবৃত্তির আশায় দাভার সুকেরের দেশের ফুটবলাররা ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রোয়েশিয়ার ফাইনালের রাস্তা, দেখে নিন এক নজরে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement