প্রথম ম্যাচে নামার আগে উরুগুয়ের ফোকাসে ‘চোটগ্রস্ত’ সালাহ
Last Updated:
বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সূদূর অতীতে সোনলি অধ্যায় কাটিয়ে এসেছে তারা ৷
# একতেরিনবার্গ: বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সূদূর অতীতে সোনলি অধ্যায় কাটিয়ে এসেছে তারা ৷ ১৯৩০ ও ১৯৫০ এই দু‘বার বিশ্বকাপ ঘরে তুলেছে তারা ৷ কিন্তু তারপর আর সেই ধার তারা দেখাতে পারেনি ৷
২০১০ সালে সেমিফাইনাল অবধি পৌঁছেছিল লাতিন আমেরিকার এই দেশ ৷ এডিনসন কাভানি আক্রমণের সামনে থাকলে এবং দায়িত্ব সঠিকভাবে পালন করলে গ্রুপ এ –তে শীর্ষে থেকে শেষ ষোলয় যাওয়া কেউ আটকাতে পারবে না ৷
advertisement
advertisement
পাশাপাশি সুয়ারেজের তুখোড় ফুটবল দক্ষতা নিয়েও কারোর মনে কোনও প্রশ্ন নেই ৷ এই জুটিতে ৯৯ ম্যাচে ৭১ গোল রয়েছে তাদের ৷
অন্যদিকে রক্ষণের দায়িত্ব সামলাবেন দিয়েগো গডিন ও হোসে গিমিনেজ ৷ মিশরীয় আক্রমণ আটকাতে তাঁরাই একেবারে দেওয়াল তুলে দেবেন ৷ ৪-২-৩- ১ ছকে খেলানোর পরিকল্পনায় রয়েছেন অস্কার তাবারেজ ৷
advertisement
মো সালাহকে মাথায় রেখেই ছক সাজাবে উরুগুয়ে ৷ কারণ তিনিই মিশরীয় আক্রমণের নিউক্লিয়াস ৷ ধারেভারে ও টিমগেমে এদের থেকে অনেকটাই এগিয়ে লাতিন আমেরিকান শক্তি উরুগুয়ে ৷
Location :
First Published :
June 14, 2018 7:30 PM IST