অশান্ত কাশ্মীরে ফিরছে ফুটবল, ১২ ডিসেম্বর শ্রীনগরে আই লিগ ম্যাচ
Last Updated:
পরিস্থিতি এখনও অস্থির। তার মধ্যেই ফুটবল? আদৌও সম্ভব?
PARADIP GHOSH
#শ্রীনগর: ফুটবল ফিরছে ভূস্বর্গে। আগামী সপ্তাহেই কাশ্মীরে আই লিগের ম্যাচ। শ্রীনগরের টিআরসি স্টেডিয়ামে স্থানীয় রিয়াল কাশ্মীরের মুখোমুখি গোকুলাম এফসি। অশান্ত উপত্যকায় ফুটবল ?
সেনা-জঙ্গি সংঘর্ষ, গ্রেনেড হানা, নিয়ন্ত্রণরেখা টপকে অবিরাম হামলা। ৩৭০ ধারা বাতিলের পর প্রত্যেকদিনই হিংসা-হানাহানির খবরে শিরোনামে কাশ্মীর। গত ১১৫ দিনে ১০৬ হিংসার ঘটনার সাক্ষি থেকেছে ভূস্বর্গ। পরিস্থিতি এখনও অস্থির। তার মধ্যেই ফুটবল? আদৌও সম্ভব?
advertisement
advertisement
ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে কলকাতায় দলের সঙ্গেই এসেছেন রিয়াল কাশ্মীরের কর্ণধার সন্দীপ সাট্টু। প্রশ্নের জন্য যেন তৈরি হয়েই ছিলেন কাশ্মীরী পন্ডিত। সটান জবাব,‘চ্যালেঞ্জ তো বটেই। পুলওয়ামা অ্যাটাকের পর ম্যাচ সরেছিল। তারপর আর ফুটবল-ক্রিকেট হয়নি শ্রীনগরে। ১২ ডিসেম্বর টিআরসি স্টেডিয়ামে রিয়াল কাশ্মীর-গোকুলাম ম্যাচ সমস্যা ছাড়া উতরে দিতে পারলে তাতে উপত্যকার প্রতি বিশ্বের ধারণা বদলে যাবে। কাশ্মীরের মানুষের জন্য ১২ ডিসেম্বর সসম্মানে উতরে যেতে হবে।’
advertisement
কিন্তু কেমন আছে কাশ্মীর? কাশ্মীরী পন্ডিত সন্দীপ সাট্টুর দাবি, আগের থেকে অনেকটাই স্বাভাবিক উপত্যকা। নতুন আইন, নতুন বিলের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে। তবে প্রাথমিক জড়তা কাটিয়ে পর্যটকরা আবারও পা রাখছেন উপত্যকায়। কলকাতা আসার পথে বিমানবন্দরেও পর্যটক দেখেছেন কাশ্মীরী শিল্পপতি। টেলিফোন সিস্টেম এখন পুরোপুরি চালু হয়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় ইন্টারনেটের সমস্যার কথা অবশ্য মেনে নিচ্ছেন তিনি। তবে বিতর্ক-হিংসা কাটিয়ে ভূস্বর্গ ফিরবে ভূস্বর্গে। আম কাশ্মীরীর মতোই বিশ্বাস ক্লাব মালিকের। পাহেলগাম বা শ্রীনগরের ডাল লেক, আপেল ক্ষেত, চিনারের সৌন্দর্যে আবারও বুঁদ হবে তামাম দুনিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2019 8:02 PM IST