FIFA WC ম্যাচে সন্ত্রাসবাদীদের হামলার আশঙ্কা, জারি অ্যালার্ট
Last Updated:
FIFA WC ম্যাচে সন্ত্রাসবাদীদের হামলার আশঙ্কা, জারি অ্যালার্ট
#নয়াদিল্লি: আতঙ্কের খাঁড়া এবার অনুর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপ ২০১৭-এর উপরেও ৷ বিশ্ব জোড়া সন্ত্রাসের আতঙ্কের মধ্যেই অনুর্ধ্ব ১৭-এর বিশ্বকাপের টুর্নামেন্টেও এখন সন্ত্রাসবাদীদের নজরে ৷ ভারতীয় গুপ্তচর সংস্থার আশঙ্কা, বিশ্বমানের এই টুর্নামেন্ট চলাকালীন আয়োজক শহরে হামলা চালাতে পারে সন্ত্রাসবাদীরা ৷ এই মর্মে দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে জারি করা হয়েছে অ্যালার্ট ৷
আজ অর্থাৎ ৬ অক্টোবর থেকেই দেশের ছ’টা শহরে শুরু হয়ে যাচ্ছে ফুটবলের মহাযুদ্ধ ৷ মোট ২৪ টা দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে ৷ সেই কারণে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় ও প্রতিনিধিরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ভারতে ৷ যে কোনও হামলায় আতঙ্কের প্রভাব হবে বিশ্বজনীন ৷ তাই আয়োজক শহরগুলিতে এই মুহূর্তে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ৷
advertisement
দেশে প্রথম ফিফা টুর্নামেন্ট। বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে অংশ নিচ্ছে ভারত ৷ অনুর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপে ভারত গ্রুপ-এ এর অন্তর্ভুক্ত ৷ এদিন উদ্বোধনী ম্যাচে লাল নেহেরু স্টেডিয়ামে আমেরিকার মুখোমুখি হবে আমাদের দেশ ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2017 2:18 PM IST