আজ শুরু আই লিগ, লুধিয়ানার ঠাণ্ডায় মিনার্ভাকে হারাতে তৈরি মোহনবাগান
Last Updated:
সুপার স্যাটারডে। পর্দা উঠছে আই লিগের। অপেক্ষার অবসান।
#কলকাতা: আজ সুপার স্যাটারডে। পর্দা উঠছে আই লিগের। অপেক্ষার অবসান। সন্ধ্যার লুধিয়ানায় মোহনবাগান বনাম মিনার্ভা। একদিকে আইএসএল, অন্যদিকে আই লিগ। তাল ঠোকাঠুকির পর এবার অস্তিত্ব রক্ষার লড়াই। কোন পথে এগোবে ভারতের ক্লাব ফুটবল। অনেকটাই আঁচ পাওয়া যাবে সামনের ৫ মাসে। মোহন-ইস্টে অদৃশ্য ক্যাচলাইন-এ লড়াই বাঁচার লড়াই।
লুধিয়ানায় জব্বর ঠান্ডা। তার ওপর বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচ। মাঠও খুব সুবিধের নয়। এক নয়, একসঙ্গে অনেক প্রতিপক্ষের বিরুদ্ধে আজ নামতে হচ্ছে সঞ্জয় ব্রিগেডকে। ঠান্ডা মানাতে শনিবার বিকেলে সনিদের প্র্যাকটিস করিয়েছিলেন বাগান কোচ। আজ মিনার্ভার বিরুদ্ধে শুরুতে দেখে নিয়ে তারপর ঝাঁপাতে চান সঞ্জয়।
সঞ্জয়ের ফোকাসে ৩ পয়েন্ট
advertisement
advertisement
অচেনা দল। অজানা বিদেশি। ১ স্ট্রাইকারেই তাই দল সাজাচ্ছেন বাগান কোচ। প্র্যাকটিসে ইঙ্গিত ৪-৫-১ কৌশলে খেলবেন সনিরা। গোলে শিলটন। চার ব্যাক অরিজিত, কিংশুক, কিংসলে, রিকি। মাঝমাঠে লিংডো, রেনিয়ার, শিলটন ডি সিলভা, সনি, ক্রোমা। সামনে একা ডিকা। নতুন দল, নতুন নিউক্লিয়াস। তবে পঞ্জাবে ঘোড়া ছোটাতে তৈরি সঞ্জয়।
ক্যাপ্টেন সনি-ই ভরসা
advertisement
বদলে গিয়েছেন সনি। মনে করাচ্ছেন টিম ম্যান ব্যারেটোকে। টিম মিটিং থেকে প্র্যাকটিস, বদলে যাওয়া সনিই ভরসা দিচ্ছেন জুনিয়রদের। রং বদলাতে ভোজবাজির অপেক্ষায় বাগান কোচ। মুখে অবশ্য সমীহ করছেন পঞ্জাব পুত্তরদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2017 1:02 PM IST