মশলা মজুত আলেজান্দ্রোর, পিছিয়ে পড়ে ড্র ইস্টবেঙ্গলের

Last Updated:

মার্কোস, পিন্টু মাহাতোদের গোল নষ্টের প্রদর্শনীর মাঝেই ৭৭ মিনিটে খুয়ান মেরার দর্শনীয় পাস থেকে কাক্ষিত গোল সেই মার্কোসেরই।

PARADIP GHOSH
#কলকাতা: ফার্স্ট শো হাউজফুল বলা যাচ্ছে না। তবে বক্সঅফিস কাঁপানোর মশলা মজুত আলেজান্দ্রোর দলে। রিয়াল কাশ্মীরের ফিজিক্যাল ফুটবলের সামনেও ডানা ঝাপটালেন কোলাডো, খুয়ান মেরা। আর তাতেই ৯০ মিনিট কল্যাণী স্টেডিয়ামে উড়ে বেড়াল লাল-হলুদ ব্রিগেড। ভাল শুরু করেও ৩৩ মিনিটে ম্যাচের গতির বিরুদ্ধে গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের বাইরে থেকে হাফ চান্সে গোল করে যান ক্রিজো। স্কোরলাইন রিয়াল কাশ্মীর ১, ইস্টবেঙ্গল ০।
advertisement
পিছিয়ে পড়ে আক্রমণে ঝাঁঝ বাড়ায় লাল-হলুদ। অ্যাটাকিং থার্ডে তখন ফুল ফোটাচ্ছেন কোলাডো-মেরার কম্বো জুটি। মার্কোস এসপাদা সচল থাকলে তখনই ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল। কাশ্মীর গোলরক্ষক লাচেনপা কে একা পেয়েও সহজ গোলের সুযোগ নষ্ট করেন স্প্যানিশ স্ট্রাইকার। কাউন্টার অ্যাটাকে দু-একবার গোলের মুখ খুলে ফেলে কাশ্মীরের ক্লাবটিও। তবে শেষরক্ষা হয়নি। ক্রেসপি, কমলপ্রীত, আম্বেকরদের নিয়ে তৈরি ইস্টবেঙ্গল রক্ষণ প্রথম ম্যাচে অন্তত সসম্মানে উতরে গেল। মাঝমাঠে নিঃশব্দেই নিজের কাজ করে গেলেন কাশিম আইদারা।
advertisement
advertisement
EASTBENGAL
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কল্যাণী লাল-হলুদের দখলে। গতির হেরফেরে ম্যাচ ততক্ষণে আলে স্যারের পকেটে। রীতিমতো দূরবীন দিয়ে খুঁজতে হল কাশ্মীরীদের। ফারুক ভাট, বাজি আর্মান্ডদের তখন হামাগুড়ি দেওয়ার অবস্থা। মার্কোস, পিন্টু মাহাতোদের গোল নষ্টের প্রদর্শনীর মাঝেই ৭৭ মিনিটে খুয়ান মেরার দর্শনীয় পাস থেকে কাক্ষিত গোল সেই মার্কোসেরই। স্কোরলাইন ইস্টবেঙ্গল ১, রিয়াল কাশ্মীর ১।
advertisement
যুবভারতী ছেড়ে শহর থেকে ৬০ কিলোমিটার দূরে কল্যাণীকে ঘরের মাঠ বেছেছে কোয়েস। তাতেও থামিয়ে রাখা যায়নি লাল-হলুদ জনতাকে। বিশাল দূরত্ব, টিকিটের দাম সব হার্ডলস উপেক্ষা করেই স্টেডিয়াম ভরিয়ে দিল ইস্টবেঙ্গল সমর্থকরা। তিন পয়েন্ট আসেনি। লিগ শুরুর ম্যাচে প্রাপ্তি এক পয়েন্ট। কিন্তু প্রথম ম্যাচেই টিম আলেজান্দ্রোর দুরন্ত পারফর্ম্যান্সের পর আশা রাখাই যায় হাই-প্রোফাইল স্প্যানিশ কোচের ওপর। পদ্মাপারে টুর্নামেন্ট না খেলে আই লিগের প্রস্তুতিতে মন দিয়েছিলেন আলে স্যার। চেষ্টা বৃথা যায়নি স্প্যানিয়ার্ডের। ফিটনেস আর গতিতে কাশ্মীরীদের ফিজিক্যাল ফুটবলকে গলা টিপে এক পয়েন্ট। সেটাই বা খারাপ কী।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মশলা মজুত আলেজান্দ্রোর, পিছিয়ে পড়ে ড্র ইস্টবেঙ্গলের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement