লড়াকু জার্মানির লড়াই রঙ আনল, রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়ে টিকে রইল বিশ্বকাপে

Last Updated:
জার্মানি   (২)  রিউস, ক্রুসসুইডেন (১) তইভোনেন
#সোচি : সুইডেনের বিরুদ্ধে জার্মানির ম্যাচ বুঝিয়ে দিল কেন তারা জার্মান ৷ জার্সির জন্য লড়াই কাকে বলে, শেষ বাঁশি বাজার আগে লড়াই কীভাবে জিইয়ে থাকে সব বুঝিয়ে দিল জার্মানি ৷ ম্যাচ চলাকালীন যখন দশ জন হয়ে যাওয়া জার্মানির দ্বিতীয় ম্যাচেও জয় অধরা থাকবে মনে হচ্ছিল তখন তাদের সঙ্গে আর্জেন্টিনার তুলনা হচ্ছিল , তখনই বোঝা গেল আর্জেন্টিনার সঙ্গে জার্মানির পার্থক্যটা ৷ ৯৫ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিকে -র অসাধারণ গোলটির জন্য বোধহয় টেনিসের উইনার শব্দটা ব্যবহার করলে ভুল হবে না ৷
advertisement
সুইডেনের বিরুদ্ধে গ্রুপ পর্বে ডু অর ডাই ম্যাচে খেদিরা, ওজিলদের বাদ দিয়েই দল সাজিয়েছিলেন জার্মান কোচ জোয়াকিম লো ৷ আক্রমণের ঝাঁঝ বাড়াতে আরও তরুণ পা নামিয়েছিলেন বিশ্বকাপ জয়ী কোচ ৷ বিপক্ষের পায়ে বল পৌঁছতে না দেওয়ার লক্ষ্যে মাঠ কাঁপাচ্ছিলেন তাঁরা ৷  একের পর এক আক্রমণ আছড়ে  পড়তে থাকে ৷
advertisement
কিন্তু ম্যাচের ১২  মিনিটে হঠাৎই কাউন্টার অ্যাটাকে দারুণ উঠে আসে সুইডেন ৷ তবে বক্সের মধ্যে বার্গকে ফাউল করেন বোয়েতাং ৷ নিশ্চিত ফাউলেও অবশ্য সারা দেননি রেফারি ৷ সুইডিশ প্লেয়ারদের VAR-র আবেদন নাকচ করে দেন তিনি ৷
advertisement
ম্যাচে অবশ্য শুরুতেই প্রাথমিক ধাক্কা খায় জার্মানি ৷ দলের প্রথম একাদশে থাকা সিবেস্টিয়ান রুডি নাকে চোট পেয়ে রক্তাক্ত হয়ে মাঠ ছাড়েন ৷ এরপরেই আসে প্রাথমিক ধাক্কা ৷ ১২ মিনিটে বক্সে ফাউল করে আটকানো গেলেও ৩২ মিনিটে সুইডিশ আক্রমণ আর আটকানো যায়নি ৷ ম্যানুয়েল ন্যুয়রের ও ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে দারুণ গোল করে যান তোইভোনেন ৷ ক্লাসনের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে ডান পায়ের টোকায় বল গোলে ঢুকিয়ে দেন ৷
advertisement
এদিকে আবার জার্মানির গোলমুখী আক্রমণের সময় ফের বিতর্ক ৷ টমাস মুলারের গোলমুখী আক্রমণের সময় তাঁকে ফাউল করার অভিযোগ তোলেন বিশ্বকাপের গোল্ডেন বুটের মালিক ৷ কিন্তু রেফারি তাঁর আবেদনেও সাড়া দেননি ৷
ঠিক প্রথমার্ধের ঢঙেই দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের ঝড় তোলে জার্মানি ৷ ড্র্যাক্সলারের জায়গায় বদলি হিসেবে নামা মারিও গোমেজের ভাসানো বল লক্ষ্যে পৌঁছে দেন রিউস ৷ সমতা ফেরায় জার্মানি ৷
advertisement
একের পর এক আক্রমণে ছিন্নভিন্ন করে দিতে থাকে জোয়াকিম লো-র ছেলেরা ৷ শট অন গোল দাঁড়ায় ১১ টি ৷ বল দখল ৭৪ শতাংশ, পাস অ্যাকুয়রেসি ৮৮ শতাংশ ৷ অন্যদিক বল পেয়ে দ্রুত উঠে যাওয়ার ছকেই টিকে ছিল সুইডেন ৷
এদিকে ম্যাচের ৮২ মিনিটে সুইডেনের বার্গকে পিছন থেকে ট্র্যাপ করে ফেলে দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বোয়েতাং ৷ ফলে ডবল ইয়েলো-র ধাক্কায় শেষ দশ মিনিটে দশ জন হয়ে যায় জার্মানি ৷
advertisement
তবে তারপরেও আক্রমণের পর আক্রমণ শানিয়ে যায় তারা ৷ একের পর আক্রমণের মুখে জাত চেনান সুইডিশ গোলরক্ষক ওলসেন ৷  তবে অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে যে গোল করে গেলেন জার্মানির টনি ক্রুস তা বুঝিয়ে দিল কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন ৷
এদিনের জয়ের ফলে গ্রুপ এফ -এ ৩ পয়েন্ট নিয়ে এফ গ্রুপে ২ নম্বরে রইল ৷
advertisement
There's a reason why they are champions...
What a finish to the match in Sochi! #GERSWE // #WorldCup pic.twitter.com/PcYFNAk29I
— FIFA World Cup
বাংলা খবর/ খবর/খেলা/
লড়াকু জার্মানির লড়াই রঙ আনল, রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়ে টিকে রইল বিশ্বকাপে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement