বিশ্বকাপের উচ্ছ্বাস তাল কাটল, আনন্দের নামে ফ্রান্স জুড়ে গুন্ডামি !
Last Updated:
২০ বছর পর বিশ্বজয়। বাঁধভাঙা উচ্ছ্বাস ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলায় পরিণত হল। লুঠপাট, ভাঙচুর, মৃত্যু। কিছুই বাদ গেল না।
#প্যারিস: ২০ বছর পর বিশ্বজয়। বাঁধভাঙা উচ্ছ্বাস ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলায় পরিণত হল। লুঠপাট, ভাঙচুর, মৃত্যু। কিছুই বাদ গেল না। বিশ্বকাপের আনন্দ তাল কাটল চূড়ান্ত বিশৃঙ্খলায়।
মস্কোয় এমব্যাপেদের উৎসব। সেই উৎসবের ঢেউ প্যারিসে পৌঁছে যায়। দুনিয়াকে দেখিয়ে দেওয়া আমরাও পারি। বিশ্বজয়ের আনন্দে শুরু হয় বাজি পোড়ানো, রাস্তা জুড়ে হর্ন বাজানো। এখানেই বিপত্তি। বেশ কিছু অতি উৎসাহী সেলিব্রেশনের নামে বাইক নিয়ে অন্যের উপর চালিয়ে দেন। প্যারিস থেকে নিস, মার্সেই বা লিঁয়।
advertisement
advertisement
সন্ধে নামার পর থেকে দ্রুত ফুটবল গুণ্ডাদের হাতে রাজপথের নিয়ন্ত্রণ চলে যায়। পুলিশের উপর পালটা চড়াও, ইটবৃষ্টি, পাব ভাঙচুর, দোকান লুঠপাট, বাসে ভাঙচুর, আগুন। কিছুই বাদ যায়নি। এর মধ্যে দুই ফরাসি নাগরিক চাপা পড়ে গুরুতর জখম হন। পরে তাঁদের মৃত্যু হয়। জখম হন শতাধিক। জলকামান, ৮ হাজার পুলিশ পরিস্থিতি সামলাতে পারেনি। রাতভর তাণ্ডব চলার পর সকালে দিকে বেশ কিছু দাঙ্গাবাজকে পুলিশ পাকড়াও করে। সেমিফাইনালে জেতার পর এমনও গুণ্ডামি চালিয়েছিল বেশ কিছু সমর্থক। ফের তাদের এমন কাণ্ডকারখানায় ফ্রান্সের স্পোর্টিং ইমেজ বেশ ধাক্কা খেল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2018 5:02 PM IST