#মস্কো : বিশ্বকাপে অন্যতম বোরিং ম্যাচ হল মঙ্গলবার সন্ধ্যায় ৷ গ্রুপ এ -তে উরুগুয়ে ও রাশিয়া-র শেষ ষোল নিশ্চিত হয়ে গেলেও খেলায় দারুণ উত্তেজনা ছিল ৷ কিন্তু গ্রুপ সি-তে নিষ্প্রাণ ম্যাচ খেলল ফ্রান্স ও ডেনমার্ক ৷
৯০মিনিটের ম্যাচের শেষে গোল মুখ খুলতে পারল না ফ্রান্স, ডেনমার্ক কোনওপক্ষই ৷
বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করে যাওয়া ফ্রান্স পেরুর বিরুদ্ধে দলে ৬ টি পরিবর্তন করেছিল নিজেদের শেষ ম্যাচের থেকে ৷ পেরুর বিরুদ্ধে যে দল ১-০ গোলে জিতেছিল সেই প্রথম একাদশের প্লেয়ারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিদিয়ের দ্যেঁশ ৷ গোলরক্ষক লরিস থেকে মিডফিল্ডে পোগবা, মাতুদি, মবাঁপে সকলকেই বিশ্রাম দেওয়া হয় ৷ তবে গ্রেইজম্যানকে দলে রেখেছিলেন তিনি ৷
অন্যদিকে ড্র হলেই শেষ ১৬ নিশ্চিত হয়ে যায় এই অবস্থায় থাকা ডেনমার্কও এদিন দলে ৩ টি বদল এনেছিল ৷ এদিন ফরাসি আক্রমণ জোরালো থাকলেও গোলমুখী আক্রমণে সেরকম ফিনিশ করার দেখাতে পারল না তারা ৷ অন্যদিকে যেখানে ড্র মোটিভেশন সেখানে ডেনমার্কও ঝলসে উঠতে পারল না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, Denmark, France