corona virus btn
corona virus btn
Loading

অবশেষে মুক্তির বার্তা, বিদেশি ফুটবলারদের ঘরে ফেরার ব্যবস্থা করল মোহন-ইস্ট

অবশেষে মুক্তির বার্তা, বিদেশি ফুটবলারদের ঘরে ফেরার ব্যবস্থা করল মোহন-ইস্ট

এতদিন লকডাউনে আটকে থাকার পর এল সুখবর

  • Share this:

#কলকাতা : করোনা ভাইরাসের জেরে সারা দেশে লকডাউন ৷ বিভিন্ন মানুষ যেমন বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন তেমনভাবেই আটকে ছিলেন কলকাতার দুই বড় ক্লাবে খেলতে আসা বিদেশিরা৷ এবার তাদের জন্য সুখবর এল ৷

অবশেষে ঘরে ফিরছেন বিদেশি ফুটবলাররা৷ যইস্টবেঙ্গল,মোহনবাগানের বিদেশি ফুটবলারদের  দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হল ৷ কোচ ও বিদেশি ফুটবলাররা প্রথমে  দিল্লি যাবেন৷  ৫মে দিল্লি নিয়ে যাওয়া হবে ফুটবলারদের৷  দিল্লি থেকে ধরবেন আমস্টারডামের বিমান ৷ তারপর সেখানে থেকে ফুটবলাররা  নিজেদের দেশে ফিরবেন ৷

করোনার জেরে আটকে পড়া ইস্টবেঙ্গল মোহনবাগানের বিদেশিরা অবশেষে কলকাতা ছাড়ছেন। শনিবার রাতে কলকাতা থেকে বাসে দিল্লি যাবেন কোচ ও বিদেশি ফুটবলাররা। ৫ মে দিল্লি থেকে উড়ানে আমস্টারডামে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তাদের। সেখান থেকে যে যার দেশে ফিরবেন।

First published: April 29, 2020, 11:48 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर