অবশেষে মুক্তির বার্তা, বিদেশি ফুটবলারদের ঘরে ফেরার ব্যবস্থা করল মোহন-ইস্ট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এতদিন লকডাউনে আটকে থাকার পর এল সুখবর
#কলকাতা : করোনা ভাইরাসের জেরে সারা দেশে লকডাউন ৷ বিভিন্ন মানুষ যেমন বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন তেমনভাবেই আটকে ছিলেন কলকাতার দুই বড় ক্লাবে খেলতে আসা বিদেশিরা৷ এবার তাদের জন্য সুখবর এল ৷
অবশেষে ঘরে ফিরছেন বিদেশি ফুটবলাররা৷ যইস্টবেঙ্গল,মোহনবাগানের বিদেশি ফুটবলারদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হল ৷ কোচ ও বিদেশি ফুটবলাররা প্রথমে দিল্লি যাবেন৷ ৫মে দিল্লি নিয়ে যাওয়া হবে ফুটবলারদের৷ দিল্লি থেকে ধরবেন আমস্টারডামের বিমান ৷ তারপর সেখানে থেকে ফুটবলাররা নিজেদের দেশে ফিরবেন ৷
করোনার জেরে আটকে পড়া ইস্টবেঙ্গল মোহনবাগানের বিদেশিরা অবশেষে কলকাতা ছাড়ছেন। শনিবার রাতে কলকাতা থেকে বাসে দিল্লি যাবেন কোচ ও বিদেশি ফুটবলাররা। ৫ মে দিল্লি থেকে উড়ানে আমস্টারডামে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তাদের। সেখান থেকে যে যার দেশে ফিরবেন।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2020 11:48 AM IST

