জমজমাট ট্রান্সফার মার্কেট, পেরিসিচকে চাইছেন মোরিনহো, হ্যাজার্ডের রিয়ালে যোগ নিয়ে জল্পনা

Last Updated:

ট্রান্সফার মার্কেটে কোন ফুটবলারের চাহিদাই বা তুঙ্গে ? একবার দেখে নেওয়া যাক ৷

#লন্ডন: ফুটবল বিশ্বকাপ শেষ। এবার সব নজর ক্লাব ফুটবলে। বিশ্বকাপ শেষের পরে তারকারা কে কোন ক্লাবে যাচ্ছেন ? ট্রান্সফার মার্কেটে কোন ফুটবলারের চাহিদাই বা তুঙ্গে ? একবার দেখে নেওয়া যাক ৷
বিশ্বকাপের মাঝেই রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে গিয়ে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ শেষের পর ক্রোয়েশিয়ার ফুটবলারদের চাহিদা তুঙ্গে। ইংল্যান্ডের সব বড় ক্লাবই টার্গেট করছেন মান্দজুকিচদের। পেরিসিচ-রেবিচ জুটিকে টার্গেট করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই দুই ফুটবলারের জন্য প্রায় ৬২৮ কোটি খরচ করতে রাজি ম্যান ইউ, এমনটাই খবর ৷
advertisement
advertisement
পেরিসিচকে ইন্টার মিলানের সময় থেকেই পছন্দ করতেন মোরিনহো। বিশ্বকাপের দুরন্ত পারফরম্যান্সের পর তাঁকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে বদ্ধপরিকর ইউনাইটেড ম্যানেজার। এদিকে ইংল্যান্ডের তারকা গোলকিপার জর্ডন পিকফোর্ডকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে বায়ার্ন মিউনিখ। তবে এভার্টন ছাড়লে ভুল করবেন পিকফোর্ড, মনে করছেন ডেভিস মোয়েস। তারকাদের ধরে রাখা নিয়ে সবথেকে বেশি সমস্যায় চেলসি। নতুন কোচ মরিজিও সারির সামনে কঠিন চ্যালেঞ্জ। চেলসি ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ইডেন হ্যাজার্ড। তাঁকে রোনাল্ডোর বদলি হিসেবে চায় রিয়াল। আরও ১ বছরের চুক্তি থাকলেও টাকা বাড়ানোর দাবি বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী বেলজিয়ামের কুর্তোয়ার। চেলসির ফরাসি ডিফেন্ডার কন্তেকে চাইছে বার্সেলোনা। চেলসির প্রতি বিরক্ত উইলিয়ানও নাকি দল ছাড়তে চাইছেন। সবমিলিয়ে বিশ্বকাপের পরেই জমে উঠেছে ক্লাব ফুটবলের বাজার।
বাংলা খবর/ খবর/খেলা/
জমজমাট ট্রান্সফার মার্কেট, পেরিসিচকে চাইছেন মোরিনহো, হ্যাজার্ডের রিয়ালে যোগ নিয়ে জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement