‘‘ ভারত এখন ফুটবলের দেশ ’’....কলকাতায় পা রেখে জানালেন ফিফা প্রেসিডেন্ট

Last Updated:

২৮ তারিখ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালের দু’দিন আগেই কলকাতায় পৌঁছে গেলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো ৷

#কলকাতা: ২৮ তারিখ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালের দু’দিন আগেই কলকাতায় পৌঁছে গেলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো ৷ আজ, বৃহস্পতিবার সকালের বিমানে কলকাতায় এসে পৌঁছন তিনি ৷ কলকাতায় পা রেখেই ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘‘ ভারত এখন ফুটবলের দেশ ৷ এখানে এসে তাই দারুণ লাগছে ৷  ’’
আগামীকাল, শুক্রবার কলকাতায় ফিফার এক্সিকিউটিভ কমিটির বৈঠক ৷ জুরিখের বাইরে এটাই ফিফার প্রথম কোনও বৈঠক ৷ সেটাও অনুষ্ঠিত হচ্ছে শহর কলকাতার এক পাঁচ তারা হোটেলে ৷  অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের ব্লুপ্রিন্ট তৈরি হবে বৈঠকে ৷
অনূর্ধ্ব-১৭-র পর এবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে মরিয়া ভারত ৷ ফিফা কর্তাদের সামনে শুক্রবারই এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল তুলে ধরবেন দেশের ফুটবল পরিকাঠামো ৷ বৈঠকের পর ইকো পার্কে ফিফা কর্তাদের সম্মান প্রদাণের অনুষ্ঠান রয়েছে ৷
advertisement
advertisement
ফিফার প্রতিনিধি এবং অন্যান্য অতিথিদের জন্য বিশেষ পোশাক তৈরি করছেন কলকাতার নামী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। এআইএফএফ-এর পক্ষ থেকে তাঁকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে ৷ পুরুষদের জন্য সিল্ক কুর্তা, ব্রোকেড, ইক্কত বা মধুবনি জওহর কোট তৈরি করা হচ্ছে ৷ আর মহিলাদের জন্য ব্রোকেড এবং মধুবনি কুর্তির পোষাক তৈরি করেছেন অগ্নিমিত্রা পল ৷  মোট ৩৫ জন ফিফা প্রতিনিধিদের জন্য পোষাক তৈরি করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ ভারত এখন ফুটবলের দেশ ’’....কলকাতায় পা রেখে জানালেন ফিফা প্রেসিডেন্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement