ফিফার নতুন ঘোষণা, ১৪ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি মহিলা ফুটবলারদের
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
এর মধ্যে সন্তান জন্মানোর পর আট সপ্তাহ ছুটি বাধ্যতামূলক।
#নয়া দিল্লি: মার্তা,আদা হেগবর্গ, অ্যালেক্স মর্গ্যান, লুসি ব্রোঞ্জ। পৃথিবীর সেরা মহিলা ফুটবলারদের তালিকায় এই নামগুলো প্রথম সারির। কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে জিতেছেন বিশ্বকাপ, কেউ পেয়েছেন ফিফার সেরা ফুটবলারের সম্মান। মেসি, রোনাল্ডো, নেইমারদের মত নিজেদের জায়গায় এরা এক এক জন সুপারস্টার। আর্থিক দিকটায় পুরুষ ফুটবলারদের সঙ্গে হয়তো তুলনা টানা যাবে না। কিন্তু সারা বিশ্বে অসংখ্য মহিলার স্বপ্ন বাস্তব করার ক্ষেত্রে এরা অন্যতম অনুপ্রেরণা। কিন্তু ফুটবলের বিশ্ব নিয়ামক সংস্থা ফিফা এক যুগান্তকারী পদক্ষেপ নিল এবার। ফিফার পরিচালনা পর্ষদ শুক্রবার এই আইন চালু হওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করেছে। এই আইনে স্পষ্টভাবে বলা রয়েছে মাতৃত্বকালীন ১৪ সপ্তাহের ছুটি পাবেন মহিলা ফুটবলাররা।
এটা তাঁদের অধিকার। এর মধ্যে সন্তান জন্মানোর পর আট সপ্তাহ ছুটি বাধ্যতামূলক। এই সময় ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলাররা আর্থিক দিক দিয়ে যাতে সুরক্ষিত থাকেন সেটাও জোর দেওয়া হয়েছে। ছুটি শেষ হয়ে গেলেও সেই ফুটবলারের চিকিৎসার ভার বহন করতে হবে সংশ্লিষ্ট
ক্লাবকে। মহিলা ফুটবলারটি সম্পূর্ণ ফিট হলে আবার তার চুক্তি পুনর্নবীকরণ করতে হবে ক্লাবকে। এর অন্যথা হলে ফুটবলাররা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আর্থিক জরিমানা করা হবে ক্লাবগুলোকে।
advertisement
advertisement
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানটিনো জানিয়েছেন,"পুরুষ হোক বা মহিলা, মাঠে ফুটবলাররাই সম্পদ। তাদের সুরক্ষিত ভবিষ্যৎ আমাদের দায়িত্ব। মানসিকভাবে ঠিক থাকলে তবেই একজন মাঠে নিজের সেরাটা উজাড় করে দিতে পারে। মহিলা বিশ্বকাপ এবং বিভিন্ন ক্লাব টুর্নামেন্ট এখন আগের থেকে অনেক বেশি জনপ্রিয়। আমাদের মহিলা ফুটবলাররা বিশ্বের সব মেয়েদের কাছে রোল মডেল। মহিলা ফুটবলার মাতৃত্বকালীন অবস্থায় যাতে কোনরকম চিন্তায় না পড়েন তার জন্য এই পদক্ষেপ। তবে শুধু ফুটবলাররা নন, রেফারিদের ভবিষ্যতের কথা ভেবে কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণের ভাবনা চিন্তা চলছে।" ফিফা সভাপতির এই উদ্যোগের জন্য তাঁর প্রশংসা করেছেন মহিলা ফুটবলাররা।
advertisement
Rohan Roy Chowdhury
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2020 5:04 PM IST