#নয়াদিল্লি: ২৪ ঘণ্টার এদিক -ওদিকে বিশ্বের দু প্রান্তে দুই মহাদেশের সেরা ফুটবল দল নিজেদের শিরোপা ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষকে হারিয়ে৷ কোপা আমেরিকায় ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা৷ অন্যদিকে ইংল্যান্ডে আয়োজিত ইউরো ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইতালি৷ এবার কী লাতিন আমেরিকা বনাম ইউরোপীয় চ্যাম্পিয়নের ফুটবল যুদ্ধ হবে৷ বার্সা ব্লাগার্নেস (Barca Blaugranes) অনুযায়ি দক্ষিণ আমেরিকা ফুটবলের গভর্নিং বডি CONMEBOL ইতিমধ্যেই নিজেদের সহযোগী ইউরোপিয়ান ফুটবল গভর্নিং বডি UEFA-কে এই অনুরোধ জানিয়েছে৷ যাতে সুপার কাপ (Super Cup) আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে দক্ষিণ আমেরিকা সেরা আর্জেন্টিনা মুখোমুখি হবে ইউরোপ সেরা ইতালির৷ তবে এই বিষয়ে উয়েফা এখনও কোনও মন্তব্য করেনি৷ তবে এই ধরণের ফুটবল টুর্নামেন্ট অবশ্যই এধরণের প্রথম উদ্যোগ এমন কিন্তু নয়৷
এর আগে ২০১৭ সালে দুই ফেডারেশনের দুই চ্যাম্পিয়ন এইধরণের টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়েছিল৷ কনফেডারেশন কাপের ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়েছিল জার্মানি৷ তবে এবারের কথাবার্তা একেবারে প্রাথমিক স্তরেই রয়েছে এখনও অবধি যদি এই প্রস্তাব গৃহীত হয় তাহলে কাতারে ২০২২-র ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022 in Qatar) আগে আর্জেন্টিনা (Argentina) ইতালির ( Italy ) মুখোমুখি হতে পারে৷
এর আগে ১৯৮৫, ১৯৯৩ সালে এরকম দুই মহাদেশ সেরার মধ্যে আলাদা একটি ফুটবল যুদ্ধ হয়েছে৷ প্রথমবার ফ্রান্স বনাম উরুগুয়ে ম্যাচ খেলেছে, অন্যদিকে দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ডেনমার্কের৷ প্রথমবার ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল আর দ্বিতীয়বার আর্জেন্টিনা সেরা হয়েছিল৷
এদিকে আবার কিছু বিদেশি সংবাদ সংস্থা এই রিপোর্ট দিয়েছে যে এই বিশেষ ম্যাচটিকে আরও স্মরণীয় করতে তা প্রয়াত ফুটবল তারকা মারাদোনার (Diego Maradona ) স্মৃতির উদ্দেশ্যে আয়োজন করা হবে৷ এক ক্রীড়া সাংবাদিকের ট্যুইটের ভিত্তিতে এই খবর ইন্ধন পেয়েছে৷
UEFA and CONMEBOL are in advanced talks for a match between the new European and South American champions. Italy vs. Argentina would be played in Naples in honor of Diego Maradona, per @tariqpanja pic.twitter.com/tgMhLojnVK
— B/R Football (@brfootball) July 13, 2021
আসলে মারাদোনা নিজে আর্জেন্তাইন ছিলেন আর ক্লাব ফুটবলের জার্সিতে ইতালির নাপোলিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন নিজের প্রতিভা দিয়ে৷ তাই এবারের দুই চ্যাম্পিয়নের সঙ্গে মারাদোনা কানেকশন খুবই জোরালো৷ এমনকি এইক্ষেত্রে বিশেষ ম্যাচের ভ্যেনু ইতালির নাপোলিই হতে পারে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Copa America 2021, Diego Maradona, EURO 2020 Copa 2021, Euro Cup 2020