বড় খবর! Euro ও Copa চ্যাম্পিয়নের লড়াই, Italy vs Argentina-র জন্য কথা শুরু

Last Updated:

ইউরো ২০২০ চ্যাম্পিয়ন (Euro 2020) ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন (Copa America) ইতালি বনাম আর্জেন্টিনা (Italy vs Argentina) ধুন্ধুমার হলে মন্দ হয় না৷

#নয়াদিল্লি: ২৪ ঘণ্টার এদিক -ওদিকে বিশ্বের দু প্রান্তে দুই মহাদেশের সেরা ফুটবল দল নিজেদের শিরোপা ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষকে হারিয়ে৷ কোপা আমেরিকায় ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা৷ অন্যদিকে ইংল্যান্ডে আয়োজিত ইউরো ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইতালি৷ এবার কী লাতিন আমেরিকা বনাম ইউরোপীয়  চ্যাম্পিয়নের ফুটবল যুদ্ধ হবে৷ বার্সা ব্লাগার্নেস (Barca Blaugranes) অনুযায়ি দক্ষিণ আমেরিকা ফুটবলের গভর্নিং বডি CONMEBOL ইতিমধ্যেই নিজেদের সহযোগী ইউরোপিয়ান ফুটবল গভর্নিং বডি  UEFA-কে এই অনুরোধ জানিয়েছে৷ যাতে সুপার কাপ (Super Cup)  আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে দক্ষিণ আমেরিকা সেরা আর্জেন্টিনা মুখোমুখি হবে ইউরোপ সেরা ইতালির৷ তবে এই বিষয়ে উয়েফা এখনও কোনও মন্তব্য করেনি৷ তবে এই ধরণের ফুটবল টুর্নামেন্ট অবশ্যই এধরণের প্রথম উদ্যোগ এমন কিন্তু নয়৷
এর আগে ২০১৭ সালে দুই ফেডারেশনের দুই চ্যাম্পিয়ন এইধরণের টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়েছিল৷ কনফেডারেশন কাপের ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়েছিল জার্মানি৷ তবে এবারের কথাবার্তা একেবারে প্রাথমিক স্তরেই রয়েছে এখনও অবধি যদি এই প্রস্তাব গৃহীত হয় তাহলে কাতারে ২০২২-র ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022 in Qatar) আগে আর্জেন্টিনা (Argentina) ইতালির ( Italy ) মুখোমুখি হতে পারে৷
advertisement
এর আগে ১৯৮৫, ১৯৯৩ সালে এরকম দুই মহাদেশ সেরার মধ্যে আলাদা একটি ফুটবল যুদ্ধ হয়েছে৷ প্রথমবার ফ্রান্স বনাম উরুগুয়ে ম্যাচ খেলেছে, অন্যদিকে দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ডেনমার্কের৷ প্রথমবার ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল আর দ্বিতীয়বার আর্জেন্টিনা সেরা হয়েছিল৷
advertisement
এদিকে আবার কিছু বিদেশি সংবাদ সংস্থা এই রিপোর্ট দিয়েছে যে এই বিশেষ ম্যাচটিকে আরও স্মরণীয় করতে তা প্রয়াত ফুটবল তারকা মারাদোনার (Diego Maradona ) স্মৃতির উদ্দেশ্যে আয়োজন করা হবে৷ এক ক্রীড়া সাংবাদিকের ট্যুইটের ভিত্তিতে এই খবর ইন্ধন পেয়েছে৷
advertisement
advertisement
আসলে মারাদোনা নিজে আর্জেন্তাইন ছিলেন আর ক্লাব ফুটবলের জার্সিতে ইতালির নাপোলিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন নিজের প্রতিভা দিয়ে৷ তাই এবারের দুই চ্যাম্পিয়নের সঙ্গে মারাদোনা কানেকশন খুবই জোরালো৷ এমনকি এইক্ষেত্রে বিশেষ ম্যাচের ভ্যেনু ইতালির নাপোলিই হতে পারে৷
বাংলা খবর/ খবর/খেলা/
বড় খবর! Euro ও Copa চ্যাম্পিয়নের লড়াই, Italy vs Argentina-র জন্য কথা শুরু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement