EURO 2020, R16 Fixtures: ২৬ জুন থেকে শুরু ইউরোর শেষ ষোলোর লড়াই, নকআউট পর্বে কোন দল কাদের মুখোমুখি, দেখে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
EURO 2020, Full Round of 16 fixtures: গ্রুপ পর্বের খেলা শেষ ৷ এবার লড়াই শেষ ষোলোর ৷ ইউরোর নকআউট পর্বে কোন দল কাদের মুখোমুখি হবে দেখে নিন ৷
বুদাপেস্ট: অনবদ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ অনবদ্য একটা টুর্নামেন্টও ৷ ইউরোর শেষ ষোলোয় কারা শেষপর্যন্ত খেলবে, তা জানতে গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচ পর্যন্তই অপেক্ষা করতে হল ৷ বুধবার স্লোভাকিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিল স্পেন ৷ পাশাপাশি পোল্যান্ডকে ৩-২ গোলে হারাল সুইডেন এবং রোনাল্ডোর পর্তুগাল ফ্রান্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ৷
🇦🇹🇧🇪🇭🇷🇨🇿🇩🇰🏴🇫🇷🇩🇪🇮🇹🇳🇱🇵🇹🇪🇸🇸🇪🇨🇭🇺🇦🏴
🤩 EURO 2020 round of 16 set! List the 3 most impressive teams so far 👇#EURO2020 — UEFA EURO 2020 (@EURO2020) June 23, 2021
advertisement
নিজেদের গ্রুপগুলিতে সেরা হয়েই শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করল ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন এবং ফ্রান্স ৷ অন্যদিকে গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে গেল ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, স্পেন এবং জার্মানি ৷ এখানেই শেষ নয় ৷ ‘বেস্ট ফোর থার্ড প্লেসড টিম’, অর্থাৎ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় সেরা ৪টি তৃতীয় স্থানাধিকারি দলও গেল পরের রাউন্ডে ৷ যাদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল অন্যতম ৷ বাকী তিনটি দল হল সুইৎজারল্যান্ড, ইউক্রেন এবং চেক প্রজাতন্ত্র ৷
advertisement
ইউরো ২০২০-র শেষ ষোলোর সূচি
১. ওয়েলস বনাম ডেনমার্ক- ২৬ জুন (ভারতীয় সময় রাত ৯:৩০টা)
২. ইতালি বনাম অস্ট্রিয়া- ২৭ জুন (ভারতীয় সময় রাত ১২:৩০টা)
৩. নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র- ২৭ জুন (ভারতীয় সময় রাত ৯:৩০টা)
advertisement
৪. বেলজিয়াম বনাম পর্তুগাল- ২৮ জুন (ভারতীয় সময় রাত ১২:৩০টা)
৫. ক্রোয়েশিয়া বনাম স্পেন- ২৮ জুন (ভারতীয় সময় রাত ৯:৩০টা)
৬. ফ্রান্স বনাম সুইৎজারল্যান্ড- ২৯ জুন (ভারতীয় সময় রাত ১২:৩০টা)
৭. ইংল্যান্ড বনাম জার্মানি - ২৯ জুন (ভারতীয় সময় রাত ৯:৩০টা)
advertisement
৮. সুইডেন বনাম ইউক্রেন- ৩০ জুন ((ভারতীয় সময় রাত ১২:৩০টা)
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2021 7:05 AM IST