EURO 2020, R16 Fixtures: ২৬ জুন থেকে শুরু ইউরোর শেষ ষোলোর লড়াই, নকআউট পর্বে কোন দল কাদের মুখোমুখি, দেখে নিন

Last Updated:

EURO 2020, Full Round of 16 fixtures: গ্রুপ পর্বের খেলা শেষ ৷ এবার লড়াই শেষ ষোলোর ৷ ইউরোর নকআউট পর্বে কোন দল কাদের মুখোমুখি হবে দেখে নিন ৷

Photo Courtesy: UEFA EURO 2020/Twitter
Photo Courtesy: UEFA EURO 2020/Twitter
বুদাপেস্ট: অনবদ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ অনবদ্য একটা টুর্নামেন্টও ৷ ইউরোর শেষ ষোলোয় কারা শেষপর্যন্ত খেলবে, তা জানতে  গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচ পর্যন্তই অপেক্ষা করতে হল ৷ বুধবার স্লোভাকিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিল স্পেন ৷ পাশাপাশি পোল্যান্ডকে ৩-২ গোলে হারাল সুইডেন এবং রোনাল্ডোর পর্তুগাল ফ্রান্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ৷
advertisement
নিজেদের গ্রুপগুলিতে সেরা হয়েই শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করল ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন এবং ফ্রান্স ৷ অন্যদিকে গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে গেল ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, স্পেন এবং জার্মানি ৷ এখানেই শেষ নয় ৷ ‘বেস্ট ফোর থার্ড প্লেসড টিম’, অর্থাৎ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় সেরা ৪টি তৃতীয় স্থানাধিকারি দলও গেল পরের রাউন্ডে ৷ যাদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল অন্যতম ৷ বাকী তিনটি দল হল সুইৎজারল্যান্ড, ইউক্রেন এবং চেক প্রজাতন্ত্র ৷
advertisement
ইউরো ২০২০-র শেষ ষোলোর সূচি
১. ওয়েলস বনাম ডেনমার্ক- ২৬ জুন (ভারতীয় সময় রাত ৯:৩০টা)
২. ইতালি বনাম অস্ট্রিয়া- ২৭ জুন (ভারতীয় সময় রাত ১২:৩০টা)
৩. নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র- ২৭ জুন (ভারতীয় সময় রাত ৯:৩০টা)
advertisement
৪. বেলজিয়াম বনাম পর্তুগাল- ২৮ জুন (ভারতীয় সময় রাত ১২:৩০টা)
৫. ক্রোয়েশিয়া বনাম স্পেন- ২৮ জুন (ভারতীয় সময় রাত ৯:৩০টা)
৬. ফ্রান্স বনাম সুইৎজারল্যান্ড- ২৯ জুন (ভারতীয় সময় রাত ১২:৩০টা)
৭. ইংল্যান্ড বনাম জার্মানি - ২৯ জুন (ভারতীয় সময় রাত ৯:৩০টা)
advertisement
৮. সুইডেন বনাম ইউক্রেন- ৩০ জুন ((ভারতীয় সময় রাত ১২:৩০টা)
বাংলা খবর/ খবর/খেলা/
EURO 2020, R16 Fixtures: ২৬ জুন থেকে শুরু ইউরোর শেষ ষোলোর লড়াই, নকআউট পর্বে কোন দল কাদের মুখোমুখি, দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement