EURO 2020, England vs Czech Republic: স্টার্লিংয়ের গোলে চেক প্রজাতন্ত্রকে হারাল ইংল্যান্ড, গ্রুপে শীর্ষেই গ্যারেথ সাউথগেটের দল

Last Updated:

England vs Czech Republic: গত ম্যাচে ড্র করলেও মঙ্গলবার রাতে চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারাল গ্যারেথ সাউথগেটের দল ৷

চেক প্রজাতন্ত্র: ০
ইংল্যান্ড: ১ (রহিম স্টার্লিং- ১২’)
লন্ডন: ইউরোতে এ বছর ইংল্যান্ড কতদূর শেষপর্যন্ত যেতে পারবে, তা তো সময়েই বলবে ৷ আপাতত গ্রুপ পর্বের খেলায় ৩টি ম্যাচের মধ্যে ২টি-তে জিতে গ্রুপ-ডি-তে এক নম্বরেই শেষ করল ইংল্যান্ড ৷ গত ম্যাচে ড্র করলেও মঙ্গলবার রাতে চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারাল গ্যারেথ সাউথগেটের দল ৷
advertisement
advertisement
Photo Courtesy: UEFA EURO 2020 Photo Courtesy: UEFA EURO 2020
ম্যাচ শুরুর আগেই ইউরোর শেষ ষোলোয় খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল হ্যারি কেনদের ৷ তবে নিয়মরক্ষার ম্যাচেও ভাল খেলাটাই দর্শকদের উপহার দিয়েছেন ব্রিটিশ ফুটবলাররা ৷ ইংল্যান্ডের লক্ষ্য ছিল গ্রুপ টেবলের শীর্ষ স্থানে শেষ করা ৷ সেই কাজে সফল তারা ৷
advertisement
ইংল্যান্ডের হয়ে এদিন একমাত্র গোলটি করেন রহিম স্টার্লিং ৷ ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যেই গোল পেয়ে যান তিনি ৷ এরপর দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ ইংল্যান্ড ৷ অন্যদিকে গোলশোধ করতেও পারেনি চেক প্রজাতন্ত্র ৷ এই ম্যাচ হারের ফলে গ্রুপ পর্বে ৩ নম্বরে শেষ করল চেকরা ৷ তাদের সংগ্রহে ৩ ম্যাচে ৪ পয়েন্ট ৷ অন্যদিকে শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৩ ম্যাচে ৭ ৷
বাংলা খবর/ খবর/খেলা/
EURO 2020, England vs Czech Republic: স্টার্লিংয়ের গোলে চেক প্রজাতন্ত্রকে হারাল ইংল্যান্ড, গ্রুপে শীর্ষেই গ্যারেথ সাউথগেটের দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement