সনিহীন বাগানের বিরুদ্ধে আজ কি অল আউট যাবে ইস্টবেঙ্গল ?

Last Updated:

ডার্বির আগেই আইলিগে তিন নম্বরে ইস্টবেঙ্গল

#কলকাতা: ডার্বির আগেই আইলিগে তিন নম্বরে ইস্টবেঙ্গল ৷ নেরোকার জয়ে লাল-হলুদকে তিন নম্বরে ঠেলে দিল ৷ যুবভারতীতে প্রথম ডার্বির হার ভোলেননি খালিদ। তাতে অবশ্য ফিরতি ডার্বিতে সনিহীন বাগানের বিরুদ্ধে অলআউট নয়, বরং অনেক বেশি ডিফেন্সিভ ইস্টবেঙ্গল কোচ। আজ রবিবার আই লিগের ফিরতি  ডার্বিতে ফের মুখোমুখি দুই প্রধান।
ছটফট করছেন ডুডু। চনমনে হওয়ার চেষ্টায় প্লাজা। ডানদিক, বাঁদিক দিয়ে ছুটছেন কাটসুমি। অর্ণবকে পাশে নিয়ে লড়ে যাচ্ছেন এডু। কর্তারা তাল ঠুকছেন মাঠের বাইরে থেকে। রবিবার যুবভারতীতে মহারণের আগে ইডেনের দিকে গ্যালারি থেকে তারকাদের নিয়ে সমর্থকদের উল্লাস। এই টুকরো ছবিগুলিকেই জুড়েই আই লিগে মিনার্ভাকে ছুঁতে চায় লাল-হলুদ। মোহনবাগান নয়, খালিদের চিন্তায় পঞ্জাবের দলটাই। তাই সনিহীন বাগানকে ছিঁড়ে খাওয়ার বদলে সেই ডিফেন্সিভ গতেই ইস্টবেঙ্গল কোচ। এই মরশুমে এখনও ডার্বি জেতার স্বাদ পাননি। শিলিগুড়ি থেকে সল্টলেক জয় অধরা। প্রাক্তনরা বলছেন, এই মোহনবাগানকে হারাতে না পারলে আর কিছু বলার নেই। কিন্তু খালিদ বলছেন, এই ম্যাচ মোহনবাগানের ছোবল মারার আদর্শ মঞ্চ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সনিহীন বাগানের বিরুদ্ধে আজ কি অল আউট যাবে ইস্টবেঙ্গল ?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement