সনিহীন বাগানের বিরুদ্ধে আজ কি অল আউট যাবে ইস্টবেঙ্গল ?

Last Updated:

ডার্বির আগেই আইলিগে তিন নম্বরে ইস্টবেঙ্গল

#কলকাতা: ডার্বির আগেই আইলিগে তিন নম্বরে ইস্টবেঙ্গল ৷ নেরোকার জয়ে লাল-হলুদকে তিন নম্বরে ঠেলে দিল ৷ যুবভারতীতে প্রথম ডার্বির হার ভোলেননি খালিদ। তাতে অবশ্য ফিরতি ডার্বিতে সনিহীন বাগানের বিরুদ্ধে অলআউট নয়, বরং অনেক বেশি ডিফেন্সিভ ইস্টবেঙ্গল কোচ। আজ রবিবার আই লিগের ফিরতি  ডার্বিতে ফের মুখোমুখি দুই প্রধান।
ছটফট করছেন ডুডু। চনমনে হওয়ার চেষ্টায় প্লাজা। ডানদিক, বাঁদিক দিয়ে ছুটছেন কাটসুমি। অর্ণবকে পাশে নিয়ে লড়ে যাচ্ছেন এডু। কর্তারা তাল ঠুকছেন মাঠের বাইরে থেকে। রবিবার যুবভারতীতে মহারণের আগে ইডেনের দিকে গ্যালারি থেকে তারকাদের নিয়ে সমর্থকদের উল্লাস। এই টুকরো ছবিগুলিকেই জুড়েই আই লিগে মিনার্ভাকে ছুঁতে চায় লাল-হলুদ। মোহনবাগান নয়, খালিদের চিন্তায় পঞ্জাবের দলটাই। তাই সনিহীন বাগানকে ছিঁড়ে খাওয়ার বদলে সেই ডিফেন্সিভ গতেই ইস্টবেঙ্গল কোচ। এই মরশুমে এখনও ডার্বি জেতার স্বাদ পাননি। শিলিগুড়ি থেকে সল্টলেক জয় অধরা। প্রাক্তনরা বলছেন, এই মোহনবাগানকে হারাতে না পারলে আর কিছু বলার নেই। কিন্তু খালিদ বলছেন, এই ম্যাচ মোহনবাগানের ছোবল মারার আদর্শ মঞ্চ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সনিহীন বাগানের বিরুদ্ধে আজ কি অল আউট যাবে ইস্টবেঙ্গল ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement