দু-দু’বার পিছিয়ে পড়েও গোল শোধ, টানা আট বার কলকাতা লিগ গেল ইস্টবেঙ্গলের দখলেই !

Photo Courtesy: East Bengal Samachar

Photo Courtesy: East Bengal Samachar

ময়দানের প্রবাদ, পিছিয়ে পড়লে খোঁচা খাওয়া বাঘ হয়ে ওঠে ইস্টবেঙ্গল।

  • Last Updated :
  • Share this:

    মোহনবাগান: ২ (৩', ৪৮')

    ইস্টবেঙ্গল: ২ ( ৪৩', ৬৫' )

    #শিলিগুড়ি: ময়দানের প্রবাদ, পিছিয়ে পড়লে খোঁচা খাওয়া বাঘ হয়ে ওঠে ইস্টবেঙ্গল। মিশেলকে বরং ধন্যবাদ জানাক লাল-হলুদ সমর্থকরা। এগিয়ে থেকে ডার্বিতে নামার অ্যাডভান্টেজ শুরুতেই নষ্ট হয়ে যায় মিশেলের বদান্যতায়। তারপরও সেই একই ঘটনার পুনরাবৃত্তি আর তার পরেরটুকু তো ইতিহাস! দু'বার পিছিয়ে পড়েও ডার্বি ২-২ করে টানা আটবার কলকাতা লিগ জয়ে চতুর্থীর রাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জ্বলল মশাল। শিলিগুড়ির রঙ হল লাল-হলুদ !

    পুজোর সপ্তাহে মরশুমের প্রথম ডার্বিতে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ৷ ৩৯ বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গলের প্রয়োজন ছিল শুধুমাত্র একটা ড্র ৷ তবে ম্যাচ জিতেই লিগ চ্যাম্পিয়ন হতে চেয়েছিল খালিদ জামিলের দল ৷ সেটা না হলেও রুদ্ধশ্বাস একটা ম্যাচ উপহার দিতে সফল তাঁরা ৷ লিগ চ্যাম্পিয়ন হতে মোহনবাগানকে এদিন ম্যাচ জিততেই হত ৷ সেটা হল না শুধুমাত্র গুরুত্বপূ্র্ণ সময় ফুটবলাররা কিছু ভুল করে বসায় ৷তাই ম্যাচ ড্র করেও গোল পার্থক্যে টানা আট বারের জন্য কলকাতা লিগ নিজেদের ঘরে তুলতে সফল লাল-হলুদ শিবির ৷ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ইস্টবেঙ্গলের লালডানমাওইয়া রালতে।

    ইস্টবেঙ্গলে: লুই ব্যারেটো, গুরবিন্দর সিংহ, মিচেল, সামাদল আলি মল্লিক, লালরাম চুলোভা, নিখিল পূজারী, লালডানমাওইয়া রালতে, আল আমনা, মহম্মদ রফিক, উইলিস প্লাজা, গ্যাব্রিয়াল ফার্নান্ডেজ

    মোহনবাগান: শিলটন পাল, রিকি লালওমাওমা, কিংশুক দেবনাথ, কিংসলে, অরিজিৎ বাগুই, আজহারুদ্দিন মল্লিক, রেনিয়ার ফার্নান্ডেজ, শিলটন ডি’সিলভা, চেস্টরপল লিংডো,আনসুমানা ক্রোমা, বাই কামো

    First published:

    Tags: CFL, East Bengal, East Bengal The Champion, Kolkata Football League, Mohun Bagan