ফিফা প্রেসিডেন্ট এলেন কলকাতায়, আলপনায় সাজল যুবভারতী
Last Updated:
যুবভারতীতে প্রবেশ পথ আলপনা দিয়ে সাজিয়ে তোলা হল।
#কলকাতা: ম্যাচ আয়োজনে লেটার মার্কস। কিন্তু তাতেই থেমে থাকা যায় না কি ? ফিফা প্রেসিডেন্ট-সহ শীর্ষকর্তারা আসবেন যুবভারতীতে। তার আগে যুবভারতীতে প্রবেশ পথ আলপনা দিয়ে সাজিয়ে তোলা হল। নানা রংয়ের আলপনায় যুবভারতীর সৌন্দর্য্য মন কাড়বে ফিফা প্রতিনিধি-সহ অতিথিদের বলেই মনে করা হচ্ছে ৷
শুধু অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বৈঠকই নয় ৷ ফাইনালের আগের রাতেই বিশেষ ডিনার রয়েছে ফিফার। ইকো পার্কে ফিফার প্রতিনিধিদের সংবর্ধনাও দেওয়া হবে ৷ সেখানে প্রফুল্ল প্যাটেলের অনুরোধে ফিফা প্রেসিডেন্ট-সহ সব অতিথিরা আবার বাঙালি সাজে আসার কথা। ফাইনালের দিনও মাঠে ফিফা প্রেসিডেন্টকে বাঙালি সাজে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷
advertisement
Location :
First Published :
October 26, 2017 2:14 PM IST