অবিশ্বাস্য ব্যাকভলি রোনাল্ডোর ! চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের পথে রিয়াল

Last Updated:

জুভেন্তাস: ০, রিয়াল মাদ্রিদ: ৩ ( রোনাল্ডো- ৩',৬৪', মার্সেলো ভিয়েরা-৭২')

জুভেন্তাস: ০
রিয়াল মাদ্রিদ: ৩ ( রোনাল্ডো- ৩',৬৪', মার্সেলো ভিয়েরা-৭২')
#তুরিন: থামানো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৷ চ্যাম্পিয়ন্স লিগে দুর্বার গতিতে এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদও ৷ বিশ্বের অন্যতম সেরা গোলকিপার জিয়ানলুইগি বুফোঁও আটকাতে পারলেন না সিআরসেভেনকে ৷ রোনাল্ডোর জোড়া গোলে জুভেন্তাসকে তাদের ঘরের মাঠেই পর্যদুস্ত করল রিয়াল ৷ ৩-০ গোলে প্রথম লেগের ম্যাচ জিতে কার্যত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ওঠা নিশ্চিত রোনাল্ডোদের ৷ বিরাট কোনও অঘটন না ঘটলে ইতালির দলের পক্ষে শেষ চারে যাওয়া এখন প্রায় অসম্ভব ৷ 
advertisement
advertisement
মঙ্গলবার রাতে তুরিনে জুভেন্তাসকে নিয়ে প্রায় ছেলে খেলাই করে রিয়াল। শুরুতেই এগিয়ে যায় দলটি। ম্যাচের ৩ মিনিটেই ইসকোর পারফেক্ট ক্রস থেকে গোল করে দলকে লিড এনে দেন রোনাল্ডো। এ নিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপ সেরা টুর্নামেন্টে টানা ১০ ম্যাচে গোল করার কৃতিত্ব গড়লেন তিনি। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে পরক্ষণেই মরিয়া আক্রমণ চালায় জুভেন্তাস। ৭ মিনিটে গোল শোধ করার সুযোগও পায় তারা। তবে সেই সুযোগ ব্যর্থ হয়ে যায়। গোটা ম্যাচেই গোলের অসংখ্য সুযোগ নষ্ট করে জুভেন্তাস ৷ কিন্তু এসবের মধ্যেও  ‘মোমেন্ট অফ দ্য ম্যাচ’ কিন্তু রোনাল্ডোর ব্যাকভলিতে করা দুর্দান্ত দ্বিতীয় গোলটিই ৷ গোলটি কেমন হয়েছে দেখে নিন ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
অবিশ্বাস্য ব্যাকভলি রোনাল্ডোর ! চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের পথে রিয়াল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement