১০ নম্বর জার্সির মায়া ছেড়েছেন লিওনেল মেসি। এলএমটেন থেকে হয়েছেন এলএমথার্টি। পিএসজিতে খেলবেন ৩০ নম্বর জার্সি গায়ে। এবার রোনাল্ডোকেও প্রিয় সাত নম্বর জার্সির মায়া ছাড়তে হবে। ১২ বছর পর আবার পুরনো ক্লাব ম্যান ইউতে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্টাসে যা পেতেন তার থেকে অর্ধেক বেতন পাবেন তিনি। এদিকে প্রিয় ৭ নম্বর জার্সি পরেও খেলতে পারবেন না পর্তুগিজ তারকা। ম্যান ইউতে সাত নম্বর জার্সি রয়েছে কাভানির। আর সেই জার্সি নম্বর রোনাল্ডোর পাওয়াটা প্রায় অসম্ভব। যদি না মহানাটকীয় কিছু ঘটে। ২০০৯-১০ মরশুম ছাড়া কখনো ৭ নম্বর জার্সির ছাড়া নামেননি রোনাল্ডো। পর্তুগাল হোক বা ক্লাব, তিনি সাত নম্বর জার্সি পরেই খেলেছেন। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি ৭ নম্বর জার্সি পাবেন না। এমনও শোনা যাচ্ছে, রোনাল্ডোকে নাকি ২৮ নম্বর জার্সি পরে খেলতে হবে। তবে ম্যাঞ্চেস্টারে এখন ১২, ১৫, ২৪ নম্বর জার্সি নম্বরও কারও নামে নেই। প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, মরশুম শুরুর আগেই প্রতিটি ক্লাবকে তারদে ফুটবলারদের জার্সি নম্বর জানিয়ে দিতে হয়। একবার মরশুম শুরু হলে, কোনো ফুটবলার ক্লাব ছেড়ে না গেলে তাঁর জার্সি নম্বর অন্য কাউকে দেওয়া যায় না। ফলে আর তিনদিন অর্থাত্ ৩১ অগাস্টের মধ্যে দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে কাভানি ইউনাইটেড ছেড়ে না গেলে রোনাল্ডোর ৭ নম্বর জার্সি পাওয়ার সুযোগ নেই। তবে এই নিয়ম প্রযোজ্য শুধু প্রিমিয়ার লিগে। চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডো ও ম্যান ইউ চাইলে সাত নম্বর জার্সি পরে নামতে পারবেন পর্তুগিজ মহাতারকা।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।