Cristiano Ronaldo's scores last minute goal against Villareal: অবিশ্বাস্য রোনাল্ডো! ৯৫ মিনিটে দুরন্ত গোল, শেষ মুহূর্তে রুদ্ধশাস জয় ম্যান ইউ-এর

Last Updated:

এ দিন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন নজির তৈরি করলেন রোনাল্ডো৷ ভিলারিয়েলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৭৮ নম্বর ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ মহাতারকা (Cristiano Ronaldo's scores last minute goal against Villareal)৷

ভিলারিয়ালের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোলের পর রোনাল্ডো৷ Photo- Twitter/UEFFA
ভিলারিয়ালের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোলের পর রোনাল্ডো৷ Photo- Twitter/UEFFA
#ওল্ড ট্রাফোর্ড: ৯৫ মিনিটে দুরন্ত গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড অবিশ্বাস্য জয় এনে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo's scores last minute goal against Villareal)৷ সবাই যখন ধরে নিয়েছেন এক পয়েন্ট নিয়েই ভিলারিয়ালের (Manchester United vs Villareal) বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হবে ম্যান ইউ-কে, তখনই জ্বলে উঠলেন সিআর সেভেন (Cristiano Ronaldo)৷ কারণ ফুটবল মাঠে এমন অসম্ভবকে হয়তো তিনিই সম্ভব করতে পারেন৷
এ দিন চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ইতিহাসে নতুন নজির তৈরি করলেন রোনাল্ডো৷  ভিলারিয়েলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৭৮ নম্বর ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ মহাতারকা (Cristiano Ronaldo)৷ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোনও ফুটবলার এতগুলি ম্যাচ খেলেননি৷ আর ইতিহাস তৈরি করার ম্যাচটি সাদামাটা ভাবে শেষ করতে চাননি সিআর সেভেন৷
advertisement
advertisement
গোটা ম্যাচে সেভাবে কিছু করতে না পারলেও একেবারে শেষ মুহূর্তে দলকে তিন পয়েন্ট এনে দিলেন তিনি৷ গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে গ্যালারিতে জার্সি ছুড়ে দিয়ে হলুদ কার্ডও দেখতে হল তাঁকে৷
advertisement
ওল্ড ট্রাফোর্ডে আগাগোড়াই আধিপত্য ছিল ভিলারিয়ালের৷ শুরু থেকে একাধিক সুযোগ পেলেও ৫৩ মিনিটে এগিয়ে যায় স্পেনের দলটি৷ সাত মিনিটের মধ্যেই অবশ্য সমতা ফেরান অ্যালেক্স তেরেস৷ তার পরেও ছন্দ খঁুজে পায়নি ম্যানচেস্টার৷ ১-১ ড্রয়েই খেলা শেষ হওয়ার দিকে এগোচ্ছিল৷
কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন রোনাল্ডো৷ দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে পঞ্চম গোলটি করে ফেললেন তিনি৷ ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে বসেই রোনাল্ডোর এই কীর্তির সাক্ষী থাকলেন স্যর অ্যালেক্স ফার্গুসন৷ তবে এ দিনও ম্যান ইউ-এর ছন্দহীন ফুটবল দলের কোচ সোলস্কজারকে যথেষ্ট চিন্তায় রাখবে৷
advertisement
তবে রোনাল্ডোর সঙ্গেই এ দিন ম্যানচেস্টার ইউনাইডের তিন পয়েন্ট ঘরে তোলার পিছনে বড় অবদান গোলরক্ষক ডি গিয়া-র৷ প্রথমার্ধেই অন্তত দু' বার দলের নিশ্চিত পতন রোধ করেন তিনি৷
এ দিনই চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে গত বারের চ্যাম্পিয়ান চেলসিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে জুভেন্তাস৷ আবার বেনফিকার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হতে হয়েছে বার্সেলোনাকে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Cristiano Ronaldo's scores last minute goal against Villareal: অবিশ্বাস্য রোনাল্ডো! ৯৫ মিনিটে দুরন্ত গোল, শেষ মুহূর্তে রুদ্ধশাস জয় ম্যান ইউ-এর
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement