Cristiano Ronaldo's scores last minute goal against Villareal: অবিশ্বাস্য রোনাল্ডো! ৯৫ মিনিটে দুরন্ত গোল, শেষ মুহূর্তে রুদ্ধশাস জয় ম্যান ইউ-এর

Last Updated:

এ দিন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন নজির তৈরি করলেন রোনাল্ডো৷ ভিলারিয়েলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৭৮ নম্বর ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ মহাতারকা (Cristiano Ronaldo's scores last minute goal against Villareal)৷

ভিলারিয়ালের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোলের পর রোনাল্ডো৷ Photo- Twitter/UEFFA
ভিলারিয়ালের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোলের পর রোনাল্ডো৷ Photo- Twitter/UEFFA
#ওল্ড ট্রাফোর্ড: ৯৫ মিনিটে দুরন্ত গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড অবিশ্বাস্য জয় এনে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo's scores last minute goal against Villareal)৷ সবাই যখন ধরে নিয়েছেন এক পয়েন্ট নিয়েই ভিলারিয়ালের (Manchester United vs Villareal) বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হবে ম্যান ইউ-কে, তখনই জ্বলে উঠলেন সিআর সেভেন (Cristiano Ronaldo)৷ কারণ ফুটবল মাঠে এমন অসম্ভবকে হয়তো তিনিই সম্ভব করতে পারেন৷
এ দিন চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ইতিহাসে নতুন নজির তৈরি করলেন রোনাল্ডো৷  ভিলারিয়েলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৭৮ নম্বর ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ মহাতারকা (Cristiano Ronaldo)৷ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোনও ফুটবলার এতগুলি ম্যাচ খেলেননি৷ আর ইতিহাস তৈরি করার ম্যাচটি সাদামাটা ভাবে শেষ করতে চাননি সিআর সেভেন৷
advertisement
advertisement
গোটা ম্যাচে সেভাবে কিছু করতে না পারলেও একেবারে শেষ মুহূর্তে দলকে তিন পয়েন্ট এনে দিলেন তিনি৷ গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে গ্যালারিতে জার্সি ছুড়ে দিয়ে হলুদ কার্ডও দেখতে হল তাঁকে৷
advertisement
ওল্ড ট্রাফোর্ডে আগাগোড়াই আধিপত্য ছিল ভিলারিয়ালের৷ শুরু থেকে একাধিক সুযোগ পেলেও ৫৩ মিনিটে এগিয়ে যায় স্পেনের দলটি৷ সাত মিনিটের মধ্যেই অবশ্য সমতা ফেরান অ্যালেক্স তেরেস৷ তার পরেও ছন্দ খঁুজে পায়নি ম্যানচেস্টার৷ ১-১ ড্রয়েই খেলা শেষ হওয়ার দিকে এগোচ্ছিল৷
কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন রোনাল্ডো৷ দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে পঞ্চম গোলটি করে ফেললেন তিনি৷ ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে বসেই রোনাল্ডোর এই কীর্তির সাক্ষী থাকলেন স্যর অ্যালেক্স ফার্গুসন৷ তবে এ দিনও ম্যান ইউ-এর ছন্দহীন ফুটবল দলের কোচ সোলস্কজারকে যথেষ্ট চিন্তায় রাখবে৷
advertisement
তবে রোনাল্ডোর সঙ্গেই এ দিন ম্যানচেস্টার ইউনাইডের তিন পয়েন্ট ঘরে তোলার পিছনে বড় অবদান গোলরক্ষক ডি গিয়া-র৷ প্রথমার্ধেই অন্তত দু' বার দলের নিশ্চিত পতন রোধ করেন তিনি৷
এ দিনই চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে গত বারের চ্যাম্পিয়ান চেলসিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে জুভেন্তাস৷ আবার বেনফিকার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হতে হয়েছে বার্সেলোনাকে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Cristiano Ronaldo's scores last minute goal against Villareal: অবিশ্বাস্য রোনাল্ডো! ৯৫ মিনিটে দুরন্ত গোল, শেষ মুহূর্তে রুদ্ধশাস জয় ম্যান ইউ-এর
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement