Liverpool Mohamed Salah : পোর্তোকে ৫ গোলে বিধ্বস্ত করল দুরন্ত লিভারপুল

Last Updated:

Salah along with Firmino and Sadio Mane scores as Liverpool thrash FC Porto. এফসি পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সালাহ ও মানের সঙ্গে জোতাই ছিলেন আক্রমণভাগে। কিন্তু এই ম্যাচকেই নিজের ফর্মে ফেরার উপলক্ষ বানিয়ে নিলেন লিভারপুলের ফিরমিনো।

লিভারপুলের লাল ঝড়ে উড়ে গেল পোর্তো
লিভারপুলের লাল ঝড়ে উড়ে গেল পোর্তো
লিভারপুল - ৫
পোর্তো -১
#লিসবন: সালাহ, সাদিও মানে, রবার্তো ফিরমিনো। লিভারপুলের সাম্প্রতিক সাফল্যের পেছনে এই তিনজনের গড়া আক্রমণভাগের অনেক বড় অবদান। কিন্তু এক বছর ধরেই আক্রমণ-ত্রিফলায় একটু মরচে পড়েছে যেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর ফর্মহীনতার কারণে। শেষ কবে এই তিনজন একই ম্যাচে এত গোল করেছেন, প্রশ্ন তোলা যেতে পারে। এফসি পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সালাহ ও মানের সঙ্গে জোতাই ছিলেন আক্রমণভাগে। কিন্তু এই ম্যাচকেই নিজের ফর্মে ফেরার উপলক্ষ বানিয়ে নিলেন ফিরমিনো।
advertisement
advertisement
ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ২ গোলের সঙ্গে মিশরীয় উইঙ্গার সালাহর জোড়া গোল আর সেনেগালের সাদিও মানের ১ গোল মিলিয়ে এফসি পোর্তোকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। পোর্তোর হয়ে গোল পেয়েছেন ইরানিয়ান স্ট্রাইকার মেহদি তারেমি। ম্যাচের ১৮ মিনিটেই সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে জেমস মিলনারের কাছ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান সাদিও মানে।
advertisement
৬০ মিনিটে কার্টিস জোন্সের সহায়তায় নিজের দ্বিতীয় গোল পেয়ে যান সালাহ। এই ম্যাচে জোড়া গোল করে দুর্দান্ত কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে শেষ ছয় ম্যাচে টানা ৬ গোল করেছেন সালাহ। এই চলতি মরশুমের আট ম্যাচে ৮ গোল করা হয়ে গেছে তাঁর। এদিন ম্যাচে জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা আফ্রিকানদের তালিকায় স্যামুয়েল ইতোর সঙ্গে ৩০ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে চলে এসেছেন তিনি।
advertisement
এরপরেই শুরু হয় ফিরমিনোর জাদু। মূল একাদশে ছিলেন না, পরে সালাহর জায়গায় ৬৭ মিনিতে তাঁকে মাঠে নামান কোচ ইয়ুর্গেন ক্লপ। গোল করতে সময় নেন মাত্র ১০ মিনিট। ৭৭ মিনিটে কার্টিস জোন্সের সহায়তায় ম্যাচে নিজের প্রথম গোল পেয়ে যান ফিরমিনো। এর ঠিক ৪ মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন এই ব্রাজিলীয়। সালাহ জানিয়েছেন লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ এবং ইউরোপের সেরা চ্যাম্পিয়নস লিগ দুটোই জিততে চান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Liverpool Mohamed Salah : পোর্তোকে ৫ গোলে বিধ্বস্ত করল দুরন্ত লিভারপুল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement