Manchester United Complete Signing of Cristiano Ronaldo: রোনাল্ডো ম্যাঞ্চেস্টারে, সই করেই আবেগমাখা পোস্ট সিআরসেভেন-এর

Last Updated:

Cristiano Ronaldo Signs For Manchester United: ম্যাঞ্চেস্টারে সই করে কী লিখলেন রোনাল্ডো!

#লন্ডন: আর কোনও রাখ-ঢাক রইল না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সই করলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। ২৭ মিলিয়ন ডলারে জুভেন্তাস থেকে ম্যান ইউতে এলেন পর্তুগিজ তারকা। ৩৬ বছর বয়সী রোনাল্ডা ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যান ইউতে ছিলেন। এর পর রেকর্ড অঙ্কের বিনিময়ে রিয়াল মাদ্রিদে চলে গিয়েছিলেন রোনাল্ডো। ইউনাইটেডে থাকাকালীন ২৯২টি ম্যাচে ১১৮ টি গোল করেছেন সিআরসেভেন। জীবনের প্রথম ব্যালন ডি'অর, চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ম্যান ইউতে থাকাকালীনই ঘরে তুলেছিলেন তিনি। এবার তাঁর ঘর ওয়াপসি। এদিন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সরকারিভাবে জানিয়ে দিল, দুবছরের চুক্তিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসছেন পুরনো ক্লাবে। পরবর্তীকালে দু'পক্ষ রাজি থাকলে চুক্তির মেয়াদ আরো বাড়ানো হতে পারে।
advertisement
advertisement
এদিকে, পুরনো দলে ফিরতে পেরে উচ্ছ্বসিত রোনাল্ডো। এদিন আবেগমাখা পোস্ট দিলেন সিআরসেভেন। ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে লিখলেন, ''যারা আমাকে চেনে, তারা জানে, ম্যাঞ্চেচেষ্টার ইউনাইটেডের প্রতি আমার অগাধ ভালোবাসা রয়েছে। আমার ও এই ক্লাবের পথচলার গল্প ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আজীবন। এই মুহূর্তে আমি নিজের অনুভূতি ব্যক্ত করতে পারব না। সেই পুরনো ওল্ড ট্রাফোর্ডে ফিরতে পারাটা আমার কাছে অভূতপূর্ব আনন্দের। এটা অনেকটা স্বপ্নপূরণের মতো একটা ব্যাপার। বরাবর বিপক্ষ দলের হয়ে খেলার সময়ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতি আমার অফুরান ভালবাসা থাকে। এই ক্লাবের সমর্থকদের থেকে যে পরিমাণ ভালবাসা ও শ্রদ্ধা আমি পেয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার প্রথম ঘরোয়া লিগ, প্রথম কাপ, পর্তুগালের জাতীয় দলে প্রথম ডাক, প্রথম চ্যাম্পিয়নস লিগ খেতাব জয়, প্রথম গোল্ডেন বুট, প্রথম ব্যালন ডি'অর- এই সব কিছু ম্যান ইউতে খেলার সময়ই অর্জন করা। এর আগেও ইতিহাস লেখা হয়েছে। পরেও ইতিহাস লেখা হবে আবার। আমি ফিরে এসেছি যেখানে আমার থাকা উচিত। আরো একবার ইতিহাস লেখা হবে। স্যার অ্যালেক্স ফার্গুসন, আপনাকে বিশেষ ধন্যবাদ। এটা আপনার জন্যই সম্ভব হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Manchester United Complete Signing of Cristiano Ronaldo: রোনাল্ডো ম্যাঞ্চেস্টারে, সই করেই আবেগমাখা পোস্ট সিআরসেভেন-এর
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement