Red Devils : সিটি নয়, ম্যান ইউনাইটেডে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Cristiano Ronaldo now favourite to join Manchester United. রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডিস কথা চালাচ্ছেন ইউনাইটেডের সঙ্গে। সেক্ষেত্রে নিজের পুরনো ক্লাবে ফিরতে পারেন পর্তুগিজ। চুক্তি হতে পারে ২০২৩ পর্যন্ত
তুরিন: লিওনেল মেসির পর এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২১ বছরের সম্পর্ক শেষ করে বার্সেলোনা ছেড়েছেন মেসি। তিন বছরের সম্পর্ক শেষ করে জুভেন্টাস ছাড়তে চলেছেন পর্তুগীজ সুপারস্টার। পরের পর্ব সম্ভবত ইংল্যান্ডে। আবার ম্যানচেস্টার। তবে এবার ইউনাইটেড নয়, সিটি। এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু শোনা যাচ্ছে রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডিস কথা চালাচ্ছেন ইউনাইটেডের সঙ্গে। সেক্ষেত্রে নিজের পুরনো ক্লাবে ফিরতে পারেন পর্তুগিজ।
চুক্তি হতে পারে ২০২৩ পর্যন্ত। ইউনাইটেড রোনাল্ডোকে ফিরে পেতে ইচ্ছুক।এই মুহূর্তে লিসবনে আছেন তিনি। মেডিকেল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর হয়তো সরকারি ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই ফ্রান্সের ডিফেন্ডার ভারানে এবং সঞ্চোকে নিয়েছে তারা। শুক্রবার দুপুরে সতীর্থ ফুটবলারদের সঙ্গে দেখা করে করমর্দন করে ব্যক্তিগত বিমানে ইতালি ছাড়েন রোনাল্ডো। গুঞ্জন অবশেষে ধীরে ধীরে সত্যে পরিণত হতে যাচ্ছে।
advertisement
Welcome 𝗵𝗼𝗺𝗲, @Cristiano 🔴#MUFC | #Ronaldo
— Manchester United (@ManUtd) August 27, 2021
advertisement
জুভেন্তাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিই নিশ্চিত করে দিলেন যে, রোনাল্ডো আর ইতালির ক্লাবটিতে থাকছেন না। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আলেগ্রি বলেছেন, 'ক্রিশ্চিয়ানো গতকাল আমাকে বলেছে যে ও যত শিগগির সম্ভব ক্লাব ছাড়তে চায়। এটাই সত্যি, এটাই নিশ্চিত। সে কারণেই ও আজকের অনুশীলনে ছিল না, আগামীকাল এম্পোলির বিপক্ষে ম্যাচেও থাকবে না। এখন চলুন আমরা এম্পোলিকে নিয়ে কথা বলি।'
advertisement
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ১০ কোটি ইউরোতে জুভেন্তাসে গিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত জুভেন্তাস এখন রোনাল্ডোর বিশাল অংকের বেতন দিতে পারছে না। তাই ৩৬ বছর বয়সী পর্তুগিজ মহাতারকার ক্লাব ছাড়া নিয়ে আলেগ্রির কোনো আক্ষেপ নেই, 'ঘটনা ঘটতেই থাকে, এটাই জীবনের নিয়ম। জুভেন্তাস ঠিকই থাকছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোনাল্ডো ওর অবদান রেখেছে, সব সময় নিজের সেরাটা দিয়েছে, এখন ও চলে যাচ্ছে। জীবন থেমে থাকবে না।'
advertisement
জুভেন্তাসে তিন বছরে ১৩৪ ম্যাচে ১০১ গোল করেছেন সিআর সেভেন। জিতেছেন সিরি আ লিগের দুই শিরোপা। কিন্তু তাকে ঘিরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখেছিল জুভেন্তাস, যা তিনি পূরণ করতে পারেননি। এই অপূর্ণতা নিয়েও আলেগ্রি কোনো আফসোস করছেন না। তিনি বলেন, 'রোনাল্ডো যা করেছে সেটার জন্য তাকে ধন্যবাদ দিতেই হবে। সে তরুণদের জন্য উদাহরণ গড়ে গেছে। কিন্তু যেটা বলেছি আমি, জীবন এগিয়ে যাবে জীবনের নিয়মে'।
advertisement
সিটিকে সরিয়ে শেষ মুহূর্তে লড়াইয়ে ঢুকে পড়েছে ইউনাইটেড। তাই রোনাল্ডো যদি রেড ডেভিলসদের হয়ে খেলেন, অবাক হওয়ার কিছু থাকবে না।নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে ফিরে পেলে আনন্দে পাগল হয়ে যাবেন ম্যান ইউ
সমর্থকরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2021 9:26 PM IST