Jersey CR7 New : গোটা বিশ্বে বিক্রি হচ্ছে কোটি কোটি রোনাল্ডোর জার্সি

Last Updated:

Cristiano Ronaldo Manchester United jersey number seven already hot cake. ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রিটেল পার্টনার, ফ্যানাটিক কোম্পানি দাবি করছেন যে রোনাল্ডোর ৭ নম্বর জার্সির সেল প্রথমদিনে রেকর্ড গড়েছে। প্রথম দিনেই সর্বাধিক বিক্রি হয়েছে এই ৭ নম্বর জার্সি

অন্যদিকে মেসিও নিজের ১০ নম্বর জার্সি ছেড়ে ৩০ নম্বর জার্সি পড়ছেন প্যারিস সেন্ট জার্মানে গিয়ে। তাই রোনাল্ডোর ক্ষেত্রেও যে এই ঘটনা ঘটবে সেটাই ভেবেছিলেন অনেকে। কিন্তু ইউনাইটেডের ঘরের ছেলের জন্য নিজের ৭ নম্বর জার্সি ছেড়ে দেন কাভানি নিজেই। অর্থাৎ সব জল্পনার অবসান ঘটিয়ে ৭ নম্বর জার্সি গায়েই দেখা যাবে রোনাল্ডোকে। গত ৩ রা সেপ্টেম্বর রোনাল্ডোর ৭ নম্বর জার্সি পরিহিত ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
advertisement
তার জার্সি বিক্রি করা শুরু হয়। অনলাইনে কেনার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়। ওল্ড ট্রাফোর্ডে শুরু হয়ে অফলাইন বিক্রি । রেজিস্ট্রশন শুরু হওয়ার সাথে সাথেই প্রচুর লোক রেজিষ্টার করে নেন। যার ফলে কিছুক্ষনের জন্য সাইট স্লো হয়ে যায়। পরে অবশ্য তা ঠিক করা হয়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রিটেল পার্টনার, ফ্যানাটিক কোম্পানি দাবি করছেন যে রোনাল্ডোর ৭ নম্বর জার্সির সেল প্রথমদিনে রেকর্ড গড়েছে।
advertisement
advertisement
প্রথম দিনেই সর্বাধিক বিক্রি হয়েছে এই ৭ নম্বর জার্সি। স্টেডিয়ামের বাইরেও লম্বা লাইন পড়তে থাকে। শুক্রবার সকাল ১০টা থেকেই লোক ভিড় জমতে থাকে । রোনাল্ডোর ৭ নম্বর জার্সি এর দাম ধার্য করা হয়েছে (আন্দাজ) ভারতীয় মূল্যে ৮০৮৭ টাকা থেকে শুরু করে ১১,৬২৫ টাকার মধ্যে । শুধুমাত্র জার্সি কেনাতেই সীমাবদ্ধ নয় ব্যাপারটি।
advertisement
ইউনাইটেডের সিজন টিকিটের অনেকাংশ মরশুমের শুরুর আগেই বিক্রি হয়ে যেত আগে থেকেই। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন দর্শকরা।মরশুমের সব টিকিট বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই। হোম ম্যাচের টিকিট ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে এমনটাও শোনা যাচ্ছে। ব্ল্যাকে একটি টিকিটের দাম প্রায় ২লাখ টাকার কাছাকাছি।
বাংলা খবর/ খবর/খেলা/
Jersey CR7 New : গোটা বিশ্বে বিক্রি হচ্ছে কোটি কোটি রোনাল্ডোর জার্সি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement