দেশের জার্সি গায়ে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হলেন রোনাল্ডো

Last Updated:

দুরন্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভেঙে দিলেন ফেরেঙ্ক পুসকাসের প্রাচীন রেকর্ড ৷

মস্কো : দুরন্ত ফর্মে থাকা  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভেঙে দিলেন ফেরেঙ্ক পুসকাসের প্রাচীন রেকর্ড ৷ বিশ্বকাপের মঞ্চে নিজের ৪ নম্বরটি সেরে নেওয়ার সঙ্গে সঙ্গেই ইউরোপিয়ান ফুটবলার হিসেবে জাতীয় দলের জার্সি গায়ে সবচেয়ে বেশি গোলের মালিক হয়ে গেলেন তিনি ৷
ম্যাচের চার মিনিটে জোওয়াও মউতিনহোর ক্রস এক দারুণ হেডারে মরোক্কার জালে জড়িয়ে দেন ৷  লুজিনিকি স্টেডিয়ামে দর্শকদের মন ভরিয়ে দিতে যথেষ্ট রোনাল্ডোর এই গোল ৷ হাঙ্গেরির জার্সি গায়ে পুসকাস খেলেছিলেন১৯৪৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত খেলছিলেন তিনি ৷ ফিফার বর্ষসেরা পুরস্কারের তালিকায় থাকা  গোল অফ দ্য ইয়ার তাঁরই নামঙ্কিত ৷
advertisement
advertisement
আর সমস্ত দেশের সেরা গোলস্কোরারদের মধ্যে রোনাল্ডোর সামনে শুধুমাত্র ইরানের আলি ডেই ৷ ১৯৯৩ থেকে ২০০৬ অবধি তিনি ১০৯ টি গোল করেছেন ৷
এদিকে রোনাল্ডো বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে যে ফর্মের ঝলক দেখিয়েছেন তাতে রোনাল্ডোপ্রেমীরা এই বিশ্বকাপকে এখন থেকেই রোনাল্ডোর বিশ্বকাপ হিসেবে দেখছেন ৷ এমনকি পর্তুগালের সর্বকালীন সেরা ইউসেবিও-র ১৯৬৬ -র ৯ টি গোলের সঙ্গেও এখনই তুলনা শুরু হয়ে গেছে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
দেশের জার্সি গায়ে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হলেন রোনাল্ডো
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement