‘ম্যাজিশিয়ান’ মেসি-র খোঁজে আর্জেন্টিনা, সামনে ক্রোয়েশিয়া
Last Updated:
প্রথম ম্যাচেই আইসল্যান্ডের ধাক্কা। আর্জেন্টিনা জুড়ে সমালোচনা।
#নিজহিনহি নোভোগর্ড : প্রথম ম্যাচেই আইসল্যান্ডের ধাক্কা। আর্জেন্টিনা জুড়ে সমালোচনা। জর্জ সাম্পাওলির আর্জেন্টিনার কাপ ভবিষ্যত নিয়ে নানা কথা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে কোপা জয়ী সাম্পাওলির স্ট্র্যাটেজি নিয়েও। এবার সামনে ক্রোয়েশিয়া। মদরিচ, রাকিতিচদের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলে সমস্যা বাড়বে আর্জেন্টিনার। পয়েন্ট যাতে নষ্ট না হয় তার জন্য ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা দলে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে ৷ বদল হতে পারে ছকেও ৷
৩-৩-৩-১ ফরমেশনে খেলাতে পারেন সাম্পাওলি। আক্রমণভাগে অ্যাগুয়েরোকেই সামনে রাখা হবে ৷ কারণ তিনিই আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে গোল পেয়েছেন ৷ রেখে মেসি-মেজা-ডি মারিয়া কে পিছন থেকে অপারেট করতে হবে ৷
advertisement
advertisement
গোলে কাবালেরো থাকবেন ৷ রক্ষণ ভাগেও সালভিও, রোজো, তাগলিয়াফিকোদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে যাতে গোল না খেয়ে যান ৷ আইসল্যান্ডই যতবার কাউন্টার অ্যাটাকে উঠেছে ততবারই বেশ তটস্থ দেখিয়েছে রক্ষণকে ৷ সেক্ষেত্রে আরও পরিণত দল ক্রোয়েশিয়া তাদের আক্রমণকে সামাল দিতে আরও কম্পোজড খেলতে হবে তাঁদের ৷
তবে পরিবর্তদেরও তৈরি রাখছেন আর্জেন্তাইন কোচ ৷ বদলি হিসেবে ভাবা হচ্ছে মার্কাদো, আকুনা, পেরেজ, প্যাভনের নামও। সাম্পাওলির কোচিং ১২টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা।
advertisement
এদিকে প্রতিপক্ষ আর্জেন্টিনা টিমে অনেক বদল আনলেও উইনিং কম্বিশন ধরে রাখতে চলেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনা ১-০ গোলে হারায় ক্রোয়েশিয়াকে। মেসিদের বিরুদ্ধে ৪-৪-২ ছকে নামছেন মদরিচ, মানজুকিচরা।
নাইজেরিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতে ছন্দে ক্রোয়েশিয়া। দলের অন্যতম সেরা অস্ত্র মানজুকিচের হুঙ্কার তারা প্রতিপক্ষ নিয়ে ভয় পান না। দুই টিমের এমন মেজাজে ভাল ম্যাচ দেখায় ফুটবলপ্রেমীরা।
advertisement
প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট। ক্রোয়েশিয়া ম্যাচের আগে দলে ঝাঁকুনি কোচ সাম্পাওলির। ফুটবলার থেকে ছক। অনেক কিছুই বদলের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার কোচ। অন্যদিকে রোনাল্ডোর দুরন্ত পারফরম্যান্সের জবাবে তাঁর দিকে ওঠা আঙুলগুলিকে ভুল প্রমাণের লক্ষ্যে মাঠে নামার অপেক্ষায় মেসি ৷
Location :
First Published :
June 20, 2018 6:05 PM IST