ম্যান ইউ - ৪
নিউক্যাসেল -১
#লন্ডন: দীর্ঘ ১২ বছর পর ওল্ড ট্রাফোর্ড মাঠে কামব্যাক করলেন তিনি। রাজার মতো ফেরা যাকে বলে। জোড়া গোল করলেন। প্রতিটা বলের জন্যে দৌড়লেন, নিচে নেমে দলকে সাহায্য করলেন। প্রথম আবির্ভাবেই বুঝিয়ে দিলেন লাল জার্সিতে তিনি এখনও বিপক্ষ দলের রাতের ঘুম কেড়ে নিতে তৈরি। যেন স্বপ্নের মঞ্চ তৈরি ছিল, তিনি শুধু রঙ লাগালেন। ম্যাঞ্চেস্টার ছেড়ে মাদ্রিদ, তারপর তুরিন। আবার ফিরেছেন পছন্দের শহরে, প্রিয় ক্লাবে।
শনিবার স্থানীয় সময় দুপুর থেকেই ম্যাঞ্চেস্টারের রাস্তায় সমর্থকদের ঢল নামে। কাতারে কাতারে সমর্থক জার্সি গায়ে ওল্ড ট্র্যাফোর্ডের দিকে রওনা হতে থাকেন। প্রায় প্রত্যেকের পরনেই ছিল রোনাল্ডোর সাত নম্বর জার্সি। স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। ম্যাচ শুরু হওয়ার অনেক আগেই স্টেডিয়াম ভরে যায় দর্শকে। শনিবার বিকেলের দিকে নিউক্যাসলের বিপক্ষে ম্যাঞ্চেস্টারের প্রথম একাদশের ঘোষণা করা হয়। সেখানেই দেখা যায়, চতুর্থ স্থানে রয়েছে রোনাল্ডোর নাম। জার্সি নম্বর অনুসারে দল সাজানো হয়। সাত নম্বর জার্সিধারী রোনাল্ডো ছিলেন চার নম্বরে।
ম্যাচের এক ঘণ্টা আগেই গোটা চিত্রটা পরিষ্কার হয়ে যায়। প্রথম একাদশেই রোনাল্ডোকে রাখলেন কোচ ওলে গুন্নার সোলসার। কোচের আস্থার মান প্রথমার্ধেই দিলেন রোনাল্ডো। বিরতির এক মিনিট আগে গ্রিনউডের শট বিপক্ষ গোলরক্ষকের গায়ে লেগে বেরিয়ে এলে শিকারির ক্ষিপ্রতায় বল জালে জড়িয়ে দিলেন পর্তুগিজ তারকা। ৫৬ মিনিটে কাউন্টার আক্রমণ থেকে দুর্দান্ত গোল করেন নিউক্যাসেল এর ম্যানকুইলো। কিন্তু ৫ মিনিট পরেই দুর্দান্ত কাউন্টার অ্যাটাক তুলে ২-১ করে ফেলে ইউনাইটেড।
লুক শ হয়ে রোনাল্ডোর কাছে বল গেলে, বা পায়ে চলতি বলে দুর্দান্ত ফিনিশ করেন পর্তুগিজ তারকা। পুরো স্টেডিয়াম তখন গান ধরেছে রোনাল্ডোর নামে। ওল্ড ট্রাফোর্ড তখন যেন সত্যি থিয়েটার অফ ড্রিমস। ম্যান ইউ সমর্থকরা যে কারণে মাঠে এসেছিলেন, সেই স্বপ্ন পূর্ণ হল তাদের। দল জিতল, দ্বিতীয় ইনিংসের শুরুতেই সুপারহিট রোনাল্ডো। শনিবার ফুটবলপ্রেমীদের একেবারে পয়সা উসুল। দুটো দল মাঠে খেলল। দিনের শেষে বাজিমাত সেই ৩৬ বছর বয়সী পর্তুগিজ মহাতারকার।
দুদিন পর চ্যাম্পিয়ন লিগে সুইস দল ইয়ং বয়েজের বিরুদ্ধে খেলবে রেড ডেভিল। নিউক্যাসল ম্যাচ প্রমাণ করে দিল তাদের নতুন মাসিহা এসে গিয়েছে। ৮০ মিনিটের মাথায় নিউক্যাসেলের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন আর এক পর্তুগিজ ব্রুনো ফার্নান্দেজ। পোগবার পাস ধরে দূরপাল্লার শটে চোখ ধাঁধানো গোল। পর্তুগিজ জোড়া ফলায় বিদ্ধ নিউক্যাসেল।
দেখার ছিল রোনাল্ডো কতক্ষণ মাঠে থাকেন। রইলেন পুরো ৯০ মিনিট। বুড়ো হয়েছেন সংখ্যায় মাত্র। জেদ, ইচ্ছে এবং নিজেকে প্রমাণ করার নতুন তাগিদ কিংবদন্তি হয়ে যাওয়ার পরেও তাঁকে তাড়িয়ে বেড়ায়। এটাই রোনাল্ডো ম্যাজিক। শেষদিকে লিনগার্ড আরও একটা গোল করে নিউক্যাসেল এর লজ্জা বাড়ালেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cristiano Ronaldo