ইঞ্জুরি টাইমে কুটিনহো-নেইমারের জোড়া গোল,কোস্টারিকাকে হারিয়ে শেষ ষোলোর দৌড়ে ব্রাজিল
Last Updated:
ব্রাজিল: ২ ( কুটিনহো- ৯০+ ১', নেইমার- ৯০+ ৭') , কোস্টারিকা: ০
ব্রাজিল: ২ ( কুটিনহো- ৯০+ ১', নেইমার- ৯০+ ৭') , কোস্টারিকা: ০
#সেন্ট পিটার্সবার্গ: গোটা ম্যাচে হয়তো সেভাবে কোনও চমক দেখা যায়নি ৷ কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল সেই সাম্বা ম্যাজিক ৷ ইঞ্জুরি টাইমে এল জোড়া গোল ৷ কুটিনহোর গোলের পরে নেইমারও পেলেন চলতি বিশ্বকাপে তাঁর প্রথম গোল ৷ কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলল ব্রাজিল ৷
advertisement
এদিনের ম্যাচে গোলে শট নেওয়া থেকে শুরু করে বল পজেশন, সবকিছুতেই কোস্টারিকার থেকে অনেকাংশে এগিয়ে ছিল ব্রাজিল ৷ কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় গোলটাই খালি পাচ্ছিল না তিতের দল ৷ শেষ পর্যন্ত সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এল ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময় ৷ আর একবার নয় পরপর দু’বার ৷ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচেও গোল পেয়েছিলেন ৷ এদিনও দলের হয়ে গোলের মুখ খুললেন কুটিনহোই ৷
advertisement
advertisement
ব্রাজিলের কাছে এদিন দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন কোস্টারিকার রিয়াল মাদ্রিদের গোলকিপার কেলর নাভাস। রিয়ালে তাঁর সতীর্থ ব্রাজিলের মার্সেলো। খেলেছেন নেইমারের বিরুদ্ধেও। ম্যাচে নিজের দু’শো শতাংশ এদিন উজাড় করে দিয়েছেন তিনি ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণের ঝড় তুলছিল ব্রাজিল ৷ সেই সব আক্রমণই প্রতিহত করতে সফল কোস্টারিকার গোলরক্ষক ৷ কিন্তু শেষরক্ষা করতে পারলেন না ৷ কুটিনহোর গোলে ব্রাজিল এগিয়ে যাওয়ার পরেই আরও একটা গোল পেয়ে যান নেইমার ৷
advertisement
He finally got it!
Brazil 2-0 Costa Rica#BRACRC #OptusSport #WorldCup pic.twitter.com/3Owv0KilD0 — Optus Sport (@OptusSport) June 22, 2018
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2018 7:39 PM IST