Copa America 2021: কাভানির একমাত্র গোলে জয় উরুগুয়ের, দেখে নিন কোয়ার্টার ফাইনালের লাইনআপ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কোপা আমেরিকা ২০২১ (Copa America 2021) কোয়ার্টার ফাইনালে কার সামনে কে, কে পেল কঠিন প্রতিপক্ষ, কার প্রতিপক্ষ সহজ , জানুন৷
রিও ডি জেনেইরো : প্যারাগুয়েকে (Paraguay) ১-০ গোলে হারিয়ে নিজেদের গ্রুপে দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকার (Copa America 2021 ) কোয়ার্টার ফাইনালে গেল৷ এদিনের ম্যাচে উরুগুয়ের (Uruguay) জার্সিতে একমাত্র গোল এডিসন কাভানির৷ তিনি পেনাল্টি থেকে এদিনের গোলটি করেন৷ কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার (Colombia) বিরুদ্ধে সোমবার খেলবে তারা৷
উরুগুয়ে এদিন মাত্র একটি গোল করলেও গোটা ম্যাচেই আধিপত্য নিয়ে খেলে৷ একাধিক সুযোগ তৈরি করছিল তারা৷ তবে প্যারাগুয়ের রক্ষণ ভেঙে ঢুকতে পারেনি বিশেষ৷
এবারের টুর্নামেন্টে উরুগুয়ের মূল সমস্যা তারা গোলমুখে গিয়ে পারফেক্ট ফিনিশ দিতে পারছে না৷ তাই কাভানির পেনাল্টি থেকে একমাত্র গোলই ম্যাচের তাদের স্কোরলাইনের পাশে একমাত্র নম্বর হয়৷
advertisement
#CopaAmérica 🏆 ¡Otro grito para El Matador! Edinson Cavani le dio la victoria a @Uruguay 🙌🏼 🇺🇾 Uruguay 🆚 Paraguay 🇵🇾#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/pRuFCYNolV
— Copa América (@CopaAmerica) June 29, 2021
advertisement
গ্রুপ এ -র শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনা এদিন বলিভিয়াকে হারায় ৪-১ গোলে৷ তবে আর্জেন্টিনা ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকল৷ অন্যদিকে উরুগুয়ে, প্যারাগুয়েকে হারিয়ে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হল৷ তাদের পয়েন্ট সাত৷ প্যারাগুয়ে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে এবং চিলি পাঁচ পয়েন্ট নিয়ে চার নম্বরে৷ এরা সকলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছলোষ তবে বলিভিয়া একটিও পয়েন্ট অর্জন করতে পারেনি গোটা টুর্নামেন্ট থেকে৷
advertisement
আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ইকুয়েডর৷ অন্যদিকে আয়োজক ব্রাজিল খেলবে চিলির বিরুদ্ধে৷ শুক্রবার দিন এই ম্যাচ৷ এদিনই প্যারাগুয়ে খেলবে পেরুর বিরুদ্ধে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2021 10:10 AM IST