মেসির লাল কার্ডে বিতর্ক, চিলিকে ২-১ গোলে হারিয়ে কোপায় তৃতীয় স্থান দখল আর্জেন্টিনার
Last Updated:
আর্জেন্টিনা: ২ ( অ্যাগুয়েরো-১২, দিবালা- ২২)
চিলি: ১ ( ভিদাল- ৫৯)
#রিও দি জেনেইরো: কোপার তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচ যে শেষপর্যন্ত এতটা জমজমাট হবে, তা হয়তো অনেকেই আন্দাজ করতে পারেননি ৷ তবে খেলা যখন আর্জেন্টিনা এবং গতবারের চ্যাম্পিয়ন চিলির মধ্যে তখন যে ম্যাচই হোক না কেন, ফুটবলের সেরা লড়াই দেখার অপেক্ষাতেই থাকেন ফুটবলপ্রেমীরা ৷
advertisement
advertisement
ভারতীয় সময় শনিবার গভীর রাতে চিলিকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থান পেল আর্জেন্টিনা ৷ তবে ম্যাচে উত্তাপ ছড়াল লিওনেল মেসিকে লাল-কার্ড দেখানো নিয়ে ৷ রেফারির সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্কও ৷ ম্যাচের ৩৭ মিনিটে মেসি এবং চিলির ফুটবলার গ্যারি মেডেল নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে লাল-কার্ড দেখেন ৷ প্রথমার্ধ শেষ হওয়ার আগেই এর ফলে ১০ জনের হয়ে পড়ে দুই দল ৷ এদিন রেফারির সিদ্ধান্ত নিয়ে আরও বিতর্ক হয় ভিএআর প্রযুক্তির সাহায্য তিনি না নেওয়ায় ৷
advertisement
তবে মেসি লাল-কার্ড দেখলেও ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি আর্জেন্টিনার ৷ আলবিসেলেস্তেদের হয়ে ম্যাচের ১২ ও ২২ মিনিটে দুটি গোল করেন অ্যাগুয়েরো এবং দিবালা ৷ এরপর ৫৯ মিনিটে চিলির হয়ে আর্তুরো ভিদাল ব্যবধান কমালেও শেষরক্ষা করতে পারেননি ৷ ম্যাচ ২-১ গোলে জিতে নেয় আর্জেন্টিনা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2019 11:48 AM IST