যুবভারতীতে খেলার সম্ভাবনা ব্রাজিলের
Last Updated:
ব্রাজিলের খেলা যুবভারতীতে খুব তাড়াতাড়ি দেখতে পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে ৷
#কলকাতা: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এবার নেই আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ইতালির মতো বিশ্ব ফুটবলর হেভিওয়েটরা ৷ ফুটবলপ্রেমী কলকাতাবাসীর তাই মন খারাপ ৷ নিজেদের প্রিয় দলের ছোটদের খেলা দেখার থেকেও বঞ্চিত হতে হচ্ছে তাদের ৷ তার চেয়েও খারাপ বিষয়টা হল, কলকাতায় যেমন ভারতের খেলা একটাও ছিল না , তেমনি নেই ব্রাজিলের কোনও গ্রুপ লিগের ম্যাচও ৷
ইংল্যান্ড, চিলি, মেক্সিকো, ইরাক, জাপান, নিউ ক্যালেডোনিয়াদের দেখেই সন্তুষ্ট হতে হচ্ছে কলকাতাবাসীকে ৷ ভারত বৃহস্পতিবারই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ৷ কিন্তু ব্রাজিলের খেলা যুবভারতীতে খুব তাড়াতাড়ি দেখতে পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে ৷
কোয়ার্টার ফাইনালেই জুটে যেতে পারে সেই সুযোগ ৷ আজ, শুক্রবার গোয়া নাইজেরের বিরুদ্ধে ড্র করলেই ‘ডি’ গ্রুপে সেরা হবে হলুদ জার্সিরা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগামী ১৮ অক্টোবর প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ ব্রাজিল খেলবে কোচিতে। এই ম্যাচের জয়ী দলই ২২ অক্টোবর, রবিবার কোয়ার্টার ফাইনালে খেলবে যুবভারতীতে। ব্রাজিলীয়রা যে ফর্মে রয়েছেন, তাতে নাইজেরের বিরুদ্ধে হারার সম্ভাবনাটা কমই তাদের ৷ তবে এই ম্যাচ হারলে এবং স্পেন বড় ব্যবধানে উত্তর কোরিয়াকে হারালে কলকাতায় তখন খেলতে আসতে পারে স্পেন ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2017 9:38 AM IST