Brazil vs Chile: নেইমার গোল পেলেন না, তবু World Cup qualifer-র জিতল ব্রাজিল,দেখুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
World Cup qualifer-চিলি বনাম ব্রাজিল ম্যাচ ছিল মেজাজ হারানো ও উত্তেজনায় ভরা৷
#নয়াদিল্লি: এভারটন রিবেরিও (Everton Ribeiro) বেঞ্চ থেকে এসে গোল করে ব্রাজিলকে বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ জিতিয়ে দিলেন৷ চিলি-র বিরুদ্ধে ১-০ গোলে জেতে সাম্বাবাহিনী৷ ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের (2022 World Cup qualifying) সাফল্যের ১০০ শতাংশ ধারাবাহিকতা বজায় রাখল তারা৷
চিলি বনাম ব্রাজিল ম্যাচ ছিল মেজাজ হারানো ও উত্তেজনায় ভরা৷ রিবেইরো ম্যাচের ৬৪ মিনিটে গোল করে দলের জন্য ৩ পয়েন্ট বাড়ি নিয়ে যেতে সাহায্য করলেন অ্যাওয়ে ম্যাচ থেকে৷
ব্রাজিল নিজেদের সাতটি যোগ্যতা অর্জনপর্বের ম্যাচই এখনও অবধি জিতেছে৷ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দু নম্বরে থাকা আর্জেন্টিনার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে৷ দক্ষিণ আমেরিকা বিভাগে মোট ১০ টি দল রয়েছে৷ তারমধ্যে থেকে প্রথম চারটি দল সরাসরি ২০২২ কাতার বিশ্বকাপের ( Qatar World Cup 2022 ) জন্য যোগ্যতা অর্জন করবে৷ পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দুটি দল ইন্টার রিজিওনাল প্লেঅফে খেলে জিতে বিশ্বকাপের টিকিট পাবে৷ এদিকে চতুর্থ স্থানে থাকা উরুগুয়ে-র (Uruguay) থেকে একদম শেষ স্থানে থাকা ভেনেজুয়েলা (Venezuela) মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে আছে৷
advertisement
advertisement
ব্রাজিলের প্রস্তুতি খানিকটা ধাক্কা খেয়েছিল কারণ বেশ কিছু ক্লাব নিজেদের প্লেয়ারকে জাতীয় দলের খেলার জন্য ছাড়েনি তাই৷ তাদের কারণ ছিল একবার বায়োবাবল বেরিয়ে গেলে তাদের আবার লম্বা কোয়ারেন্টাইনে থাকতে হবে৷
advertisement
ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা ৯ জন প্লেয়ার দলের সঙ্গে যোগ দিতে পারেননি৷ রাশিয়া থেকে আসলেও দুই প্লেয়ারকে ফিরে যেতে হয়৷ এছাড়াও ব্রাজিলে খেলেন নেইমার, ক্যাশমিরো, মার্কুইনহো৷ পাশাপাশি ব্রাজিল গোলদুর্গের দায়িত্বে থাকা উইভারটন যিনি একের পর এক চিলি আক্রমণ আটকে দিয়েছিলেন আর ম্যাচকে দীর্ঘ সময় অবধি গোলশূন্য রেখেছিলেন৷
কোচ তিতে (Tite) রিবেইরো ও জেরসনকে নামান ভিনসিওয়া জুনিয়র ও ব্রুনোর বদলি হিসেবে৷ প্রথমার্ধের শেষে এই দুই বদলেই গোল তুলে নেয় ব্রাজিল৷ নেইমার -রেবেইরো যুগলবন্দী ভর্তি পেনাল্টিবক্স থেকেও গোল বার করে নেয় ব্রাজিল৷
advertisement
চিলি মাত্র একটি ম্যাচ জিতেছে সাতটি ম্যাচ থেকে৷ সামনের সপ্তাহে তাদের দুটি অ্যাওয়ে ম্যাচ রয়েছে ইকুয়েডর ও কলম্বিয়ার বিরুদ্ধে৷
এদিকে পেরু ও উরুগুয়ে ম্যাচ ১-১ ড্র হয়েছে৷ আর আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা (Argentina vs Venezuela) ম্যাচ ৩-১ গোলে জেতেন লিওনেল মেসিরা (Lionel Messi)৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 03, 2021 2:32 PM IST