Brazil vs Chile: নেইমার গোল পেলেন না, তবু World Cup qualifer-র জিতল ব্রাজিল,দেখুন

Last Updated:

World Cup qualifer-চিলি বনাম ব্রাজিল ম্যাচ ছিল মেজাজ হারানো ও উত্তেজনায় ভরা৷

#নয়াদিল্লি: এভারটন রিবেরিও (Everton Ribeiro) বেঞ্চ থেকে এসে গোল করে ব্রাজিলকে বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ জিতিয়ে দিলেন৷ চিলি-র বিরুদ্ধে ১-০ গোলে জেতে সাম্বাবাহিনী৷ ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের (2022 World Cup qualifying) সাফল্যের ১০০ শতাংশ ধারাবাহিকতা বজায় রাখল তারা৷
চিলি বনাম ব্রাজিল ম্যাচ ছিল মেজাজ হারানো ও উত্তেজনায় ভরা৷ রিবেইরো ম্যাচের ৬৪ মিনিটে গোল করে দলের জন্য ৩ পয়েন্ট বাড়ি নিয়ে যেতে সাহায্য করলেন অ্যাওয়ে ম্যাচ থেকে৷
ব্রাজিল নিজেদের সাতটি যোগ্যতা অর্জনপর্বের ম্যাচই এখনও অবধি জিতেছে৷ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দু নম্বরে থাকা আর্জেন্টিনার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে৷ দক্ষিণ আমেরিকা বিভাগে মোট ১০ টি দল রয়েছে৷ তারমধ্যে থেকে প্রথম চারটি দল সরাসরি ২০২২ কাতার বিশ্বকাপের ( Qatar World Cup 2022 ) জন্য যোগ্যতা অর্জন করবে৷ পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দুটি দল ইন্টার রিজিওনাল প্লেঅফে খেলে জিতে বিশ্বকাপের টিকিট পাবে৷ এদিকে চতুর্থ স্থানে থাকা উরুগুয়ে-র (Uruguay) থেকে একদম শেষ স্থানে থাকা ভেনেজুয়েলা (Venezuela) মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে আছে৷
advertisement
advertisement
ব্রাজিলের প্রস্তুতি খানিকটা ধাক্কা খেয়েছিল কারণ বেশ কিছু ক্লাব নিজেদের প্লেয়ারকে জাতীয় দলের খেলার জন্য ছাড়েনি তাই৷ তাদের কারণ ছিল একবার বায়োবাবল বেরিয়ে গেলে তাদের আবার লম্বা কোয়ারেন্টাইনে থাকতে হবে৷
advertisement
ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা ৯ জন প্লেয়ার দলের সঙ্গে যোগ দিতে পারেননি৷ রাশিয়া থেকে আসলেও দুই প্লেয়ারকে ফিরে যেতে হয়৷ এছাড়াও ব্রাজিলে খেলেন নেইমার, ক্যাশমিরো, মার্কুইনহো৷ পাশাপাশি ব্রাজিল গোলদুর্গের দায়িত্বে থাকা উইভারটন যিনি একের পর এক চিলি আক্রমণ আটকে দিয়েছিলেন আর ম্যাচকে দীর্ঘ সময় অবধি গোলশূন্য রেখেছিলেন৷
কোচ তিতে (Tite) রিবেইরো ও জেরসনকে নামান ভিনসিওয়া জুনিয়র ও ব্রুনোর বদলি হিসেবে৷ প্রথমার্ধের শেষে এই দুই বদলেই গোল তুলে নেয় ব্রাজিল৷ নেইমার -রেবেইরো যুগলবন্দী ভর্তি পেনাল্টিবক্স থেকেও গোল বার করে নেয় ব্রাজিল৷
advertisement
চিলি মাত্র একটি ম্যাচ জিতেছে সাতটি ম্যাচ থেকে৷ সামনের সপ্তাহে তাদের দুটি অ্যাওয়ে ম্যাচ রয়েছে ইকুয়েডর ও কলম্বিয়ার বিরুদ্ধে৷
এদিকে পেরু ও উরুগুয়ে ম্যাচ ১-১ ড্র হয়েছে৷ আর আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা (Argentina vs Venezuela) ম্যাচ ৩-১ গোলে জেতেন লিওনেল মেসিরা (Lionel Messi)৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Brazil vs Chile: নেইমার গোল পেলেন না, তবু World Cup qualifer-র জিতল ব্রাজিল,দেখুন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement