Bayern Munich beat Benfica : শততম ম্যাচে হ্যাটট্রিক করে বায়ার্ন মিউনিখের বড় জয়ের নায়ক রবার্ট লেওয়ান্ডোস্কি

Last Updated:

Bayern Munich thrash Benfica as Lewandowski scores hat trick. চ্যাম্পিয়নস লিগে শততম ম্যাচে এখন সর্বোচ্চ ৮১ গোল লেওয়ান্ডোস্কির। গ্রুপ পর্বের ম্যাচে বেনফিকাকে ৫-২ গোলে হারায় বায়ার্ন মিউনিখ

দুরন্ত হ্যাটট্রিক করলেন লেওয়ানন্ডোস্কি
দুরন্ত হ্যাটট্রিক করলেন লেওয়ানন্ডোস্কি
বায়ার্ন মিউনিখ - ৫
বেনফিকা - ২
#মিউনিখ: এই মুহূর্তে ইউরোপিয়ান ফুটবলে সেরা বক্স বক্স স্ট্রাইকার দুজন। রিয়াল মাদ্রিদের করিম বেঞ্জেমা (Karim Benzema) এবং বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ান্ডোস্কি (Robert Lewandowski)। মেসি এবং রোনাল্ডো প্রচুর গোল করলেও, তারা আদতে উইঙ্গার। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে (Champions League) নিজের শততম ম্যাচ হ্যাটট্রিকে রাঙালেন রবার্ট লেওয়ান্ডোস্কি। গতকাল রাতে গ্রুপ পর্বের ম্যাচে বেনফিকাকে ৫-২ গোলে হারায় বায়ার্ন মিউনিখ।
advertisement
advertisement
দলের বড় জয়ে এই টুর্নামেন্টে নিজের চতুর্থ হ্যাটট্রিক করেন লেওয়ান্ডোস্কি। প্রথম পোলিশ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে শততম ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়েছিলেন তিনি। তবে গোলমেশিন খ্যাত এই তারকা গোলে ছাড়া কীভাবে দিনটাকে উদযাপন করেন। একে একে তাই বেনফিকার জালে বল পাঠালেন তিনবার। হ্যাটট্রিক ছাড়াও এদিন আরও কিছু রেকর্ড করেছেন লেভা। ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকা ফুটবলারদেরও।
advertisement
চ্যাম্পিয়নস লিগে শততম ম্যাচে এখন সর্বোচ্চ ৮১ গোল লেভানডস্কির। ৭৭ গোল নিয়ে আগে এই রেকর্ডের মালিক ছিলেন মেসি। রোনাল্ডো একশ ম্যাচে করেছিলেন ৬৪ গোল। গোল করা যে তার স্বভাবে পরিণত হয়ে গেছে, গত দুই মরশুম ধরে সবাই তা দেখে আসছে। চ্যাম্পিয়নস লিগে শেষ ২০ ম্যাচে ২৮ গোল, সেই সত্যটাকে আরও বাস্তবিক করছে। চলতি মরশুমে বায়ার্নের হয়ে ১৮ ম্যাচে ২২ গোল করে ফেলেছেন তিনি। যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচ খেলে পেয়েছেন ৮ গোলের দেখা।
advertisement
গতকাল বেনফিকাকে উড়িয়ে দেয়ার ম্যাচে বায়ার্নের হয়ে অপর দুই গোল সার্জ গ্যানাব্রি (Serge Gnabry) এবং লেরয় সানের (Leroy Sane)। লেওয়ান্ডোস্কি নিজের গোল তিনটি করেন ২৬, ৬১ এবং ৮৪ মিনিটে। এদিন আরও একটি গোল পেতে পারতেন পোলিশ মহাতারকা। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে তার পেনাল্টি ঠেকিয়ে দেন বেনফিকা গোলরক্ষক ওডিসিয়াস।
দুর্দান্ত পারফরম্যান্স করে রবার্ট লেওয়ান্ডোস্কি জানিয়েছেন আসল লক্ষ্য ছিল দলের জয়। গোল করতে তিনি ভালোবাসেন। প্রত্যেক ম্যাচে সেটা চেষ্টা করেন। কিন্তু এবার জার্মান জায়ান্টদের হয়ে ইউরোপ সেরা হলে, তবেই মনে করবেন সফল হয়েছেন। আসলে এই মুহূর্তে তিনি যে ফর্মে আছেন, তাকে বক্সের ভেতর আটকানো দুঃসাধ্য। হেড, পা দুটোই সমান সচল। লেওয়ান্ডোস্কির মত স্ট্রাইকার যে কোন দলের সম্পদ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bayern Munich beat Benfica : শততম ম্যাচে হ্যাটট্রিক করে বায়ার্ন মিউনিখের বড় জয়ের নায়ক রবার্ট লেওয়ান্ডোস্কি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement