Argentina vs Venezuela: নাটকে মোড়া ম্যাচ, ৩-১ গোলে জিতল আর্জেন্টিনা, রইল ভিডিও

Last Updated:

বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বে (World Cup Qualifier) আর্জেন্টিনার (Argentina vs Venezuela) দারুণ পারফরম্যান্স৷

#কারাকাস: অপরাজিত থাকার ধারা ম্যাচ জিতে বজায় রাখল আর্জেন্টিনা (Argentina)৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে  ভেনেজুয়েলাকে ৩-১ গোলে (Argentina beats Venezuela) জিতল মেসি এন্ড কোং৷ ২১ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা৷ তাও আবার ভেনেজুয়েলার হোম ম্যাচে৷ এদিনের ম্যাচে একাধিক আক্রমণ শানালেও মেসির (Lionel Messi) নামের পাশে কোনও গোল নেই৷  তার একমাত্র কৃতিত্ব ভেনেজুয়েলার গোলরক্ষক৷
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ১৪ টি খেলার মধ্যে মাত্র একবার জিতেছে৷ এদিনের ম্যাচে মেসিকে ফাউল করার কারণে রেফারি সরাসরি লুইস আদ্রিয়ান মার্তিনেজকে (Luis Adrian Martinez) লাল কার্ড দেখান৷ ম্যাচের আধঘণ্টার মধ্যে ১০ জন হয়ে যায় ভেনেজুয়েলা (Venezuela) ৷
advertisement
advertisement
আর্জেন্টিনা পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলে৷ প্রথম গোল অবশ্য আসে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর৷ জিওভানি লো সেলেসো -র (Giovani Lo Celso ) পাস লাউতারো মার্তিনেজ (Lautaro Martinez ) ভেনেজুয়েলার জালে বল জড়িয়ে দেন৷
advertisement
এক ফুটবলার বেশি থাকার অ্যাডভানটেজ ম্যাচের দাপট দেখায়৷ এরপর ৭১ , ৭৪ মিনিট পরপর দুটি গোল আরও দাপট বাড়ায়৷  এই গোল করেন জ্যাকুইন কোরেরা (Joaquin Correa), অ্যাঞ্জেল কোরেরা (Angel Correa)৷  এই দুজনেই পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামেন৷
ভেনেজুয়েলার থেকে একটিই  সান্ত্বনা গোল করেন ইফেরসন৷ অতিরিক্ত সময়ে এটি পেনাল্টি থেকে গোল ছিল৷
advertisement
আর্জেন্তাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ বলেছেন, ‘‘আমার মনে হয় প্রথমার্ধে  আমরা দারুণ খেলেছি যখন ওঁদের একজন কম হয়ে যায়নি তখনও৷ গোলের পরে আমরা আরও কাজ করেছি, আমরা ঘরে তিন পয়েন্ট নিয়ে যাচ্ছি৷ ’’
১০ জুলাই মেসি কোপা আমেরিকার পর মেসির জাতীয় দলের জার্সিতে প্রথমবার খেললেন৷ কোপা জিতে মেসি নিজের জাতীয় দলের জার্সিতে খেতাব জেতেন না এই অপবাদ কাটিয়েছেন৷ মেসিকে আটকাতে ভেনেজুয়েলা একাধিক ফাউল করে৷
advertisement
এই মরশুমে মেসি নিজের নতুন দল প্যারিস সেন্ট জার্মেইনের (Paris St Germain) ২৪ মিনিট মাত্র খেলেছেন৷ তিনি এদিনের ম্যাচে ৯০ মিনিট খেলেন৷ Wuilker Farinez দারুণ কিছু সেভ করে মেসির নামে এদিন গোল লিখতে দেননি৷
১০ দলের লাতিন আমেরিকার যোগ্যতা অর্জনপর্বের গ্রুপে আর্জেন্টিনা ২ নম্বরে রয়েছে৷ সামনে শুধু ব্রাজিল৷ এদিন ব্রাজিল চিলির (Brazil vs Chile) বিরুদ্ধে ১-০ গোলে জেতে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Argentina vs Venezuela: নাটকে মোড়া ম্যাচ, ৩-১ গোলে জিতল আর্জেন্টিনা, রইল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement