Argentina beat Uruguay : বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে ডি মারিয়ার গোলে উরুগুয়ে বধ আর্জেন্টিনার

Last Updated:

Angel Di Maria scores as Argentina beat Uruguay. দিবালার অ্যাসিস্টে অ্যাঞ্জেল দি মারিয়ার গোলেই আজ উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা।

মেসিকে ছাপিয়ে নায়ক ডি মারিয়া
মেসিকে ছাপিয়ে নায়ক ডি মারিয়া
উরুগুয়ে -০
আর্জেন্টিনা -১
#মন্টেভিডিও: আর্জেন্টিনার বিজয়রথ ছুটে চলেছে। নিজেদের ঘরের মাঠে উরুগুয়ের বিরুদ্ধে শেষ সাক্ষাৎকারের তিন গোলের ব্যবধানে জিতেছিলেন মেসিরা। এবারও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন লিওনেল স্কালোনির ছেলেরা। পিএসজির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া লিওনেল মেসিকে সাইডবেঞ্চে রেখেই উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। তার জায়গায় খেলতে নেমেছিলেন পাওলো দিবালা। সেই দিবালার অ্যাসিস্টে অ্যাঞ্জেল দি মারিয়ার গোলেই আজ উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা।
advertisement
advertisement
উরুগুয়ের মাঠ এস্তাদিও কাম্পেওন দেল সিগলোতে ম্যাচের ৭ মিনিটেই গোলের দেখ পেয়ে যায় আর্জেন্টিনা। দিবালা এক উরুগুইয়ানের পা থেকে বল কেড়ে নিয়ে ডি বক্সের ডান প্রান্ত থেকে বল বাড়ান ডি মারিয়ার উদ্দেশ্যে। বল পেতেই বাঁ বায়ের দর্শনীয় শটে দূরের পোস্ট থেকে বল জালে পাঠান কোপা আমেরিকার ফাইনালে গোল করা এই ফুটবলার। শুরুর সেই গোল হজমের উরুগুয়ে অনেক চেষ্টা করেছে ম্যাচের ফেরার।
advertisement
তবে কখনো ক্রিশ্চিয়ান রোমেরোর নেতৃত্বে আর্জেন্টিনার রক্ষণভাগ, কখনো আবার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুরন্তপনায় কাঙ্ক্ষিত গোলের দেখা দেখা আর পাওয়া হয়নি লুইস সুয়ারেজের দলের। বদলি হিসেবে মেসি ৭৬ মিনিটে মাঠে নেমেছিলেন। তিনি দলের জয়ের ব্যবধান না বাড়াতে পারলেও, ২৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়েই মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। গেল ১০ ম্যাচে এটা আর্জেন্টিনার ৯ম জয়।
advertisement
উরুগুয়েকে হারানোর ফলে কাতার বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হয়ে গেল আর্জেন্টিনার। ১২ ম্যাচ শেষে দলটির পয়েন্ট এখন ২৮। শীর্ষে থাকা ব্রাজিলের সমান ম্যাচে পয়েন্ট ৩৪। দিন তিনেক পর ঘরের মাঠে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। দুই দলের শেষ সাক্ষাৎকারে ব্রাজিলের মাঠে অভিজ্ঞতা ভাল হয়নি। ব্রাজিলের স্বাস্থ্য আধিকারিকরা সেদিন আর্জেন্টিনার তিন জন খেলোয়াড়কে কোয়ারেন্টাইন নিয়ম পালন না করার জন্য ধরতে এসেছিল।
advertisement
ম্যাচ না খেলেই ফিরে আসে আর্জেন্টিনা। নেইমারদের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে সেই প্রতিশোধ নিতে মরিয়া থাকবে আর্জেন্টিনা। সম্মানের ম্যাচে জয় ছাড়া কোন কিছু টার্গেট নেই আর্জেন্টিনার। অন্যদিকে ব্রাজিল চাইবে কোপা আমেরিকা ফাইনাল এর হারের বদলা নিতে।
বাংলা খবর/ খবর/খেলা/
Argentina beat Uruguay : বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে ডি মারিয়ার গোলে উরুগুয়ে বধ আর্জেন্টিনার
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement