#মিলান: এবারের বিশ্বকাপে ইতালি নেই ৷ তাই কাপ ঘরে তোলার কোনও সম্ভবনা আজুরিবাহিনীর নেই ৷ কিন্তু জানেন কী তাও বিশ্বকাপে ইতালিয় স্পর্শ থাকবে ৷
চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি খুব খারাপভাবে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ৷ ইতালির রাশিয়া সফর না হলেও, বিশ্বকাপের ইতালি সফর কিন্তু হবে ৷ বিভিন্ন দেশে ট্রফি ট্যুরের জন্য নয় ৷ এক ইতালিয় কোম্পানি প্রতিবারই এই দায়িত্ব পায় ৷ তারা বিশ্বকাপকে ঝকঝকে –চকচকে রূপ দেন প্রতি চার বছর অন্তর ৷
মিলানের কাছাকাছি একটি সাবআর্বে ১২ জন কর্মচারী কাজ করেন জিডিই বের্তোনিতে ৷ এখানেরই পাদের্নো দুগনানো অংশের এক কোম্পানি ১৯৭১ সালে বর্তমানে-র এই বিশ্বকাপ ট্রফিটি বানানোর বরাত পেয়েছিলেন ৷ তিনবার বিশ্বকাপ জয়ের পুরস্কার স্বরূপ জুলেরিমে কাপ তাদের দিয়ে দেওয়া হয়েছিল ৷ সেই ৭১ সাল থেকে যখন বিশ্বকাপ হয় তখনই এই ট্রফি একবার করে নিজের জন্মস্থলে পাড়ি দেয় ৷
সারা পৃথিবী থেকে আসা ৫৩ টি প্রস্তাবের মধ্যে থেকে বেছে বরাত পেয়েছিল এই ইতালিয় কোম্পানি ৷ আজও যখন ট্রফি ঘরে আসে তখন একইরকমের উন্মাদনা হয় ৷
১৯৩৮ সালে কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান ডিরেক্টর ভ্যালেনটিনো লোসা –র প্রপিতামহ ৷ তিনি জানিয়েছেন বিশ্বকাপ ট্রফি দেখা আর আসল বিশ্বকাপ ট্রফি দেখার অনুভূতি একেবারেই আলাদা ৷ এই প্রসঙ্গে তিনি তুলনা করেছেন মোনালিসার আসল ছবি দেখা ও তাঁর কপি দেখার পার্থক্যের সঙ্গে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, FIFA 2018, FIFA World Cup, Football, Italy