নিশ্চিন্ত জুভেন্টাস, আরও এক মরশুম তুরিনেই থেকে যাচ্ছেন রোনাল্ডো

Last Updated:

আরও একটা বছর ইতালিতেই খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, স্পোর্টিং- এর মত ক্লাবের প্রস্তাব থাকলেও কোথাও যাচ্ছেন না রোনাল্ডো

জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করায় রোনাল্ডোকে ধরে রাখার মরিয়া চেষ্টা করবে জানাই ছিল। শেষ ম্যাচে জার্সি না পেলেও রেকর্ড গড়েছিলেন রোনাল্ডো। বিশ্বের তিনিই একমাত্র ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা এবং সিরি আ–তে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। রোনাল্ডোর মা জানিয়েছিলেন তিনি চান ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরে আসুক তাঁর ছেলে। মায়ের ইচ্ছের কথা জানার পর রোনাল্ডোর জুভেন্টাস ছাড়ার জল্পনা আরও বেড়ে গিয়েছিল।
advertisement
ইতালিয়ান লিগের একটি ম্যাচে প্রাক্তন কোচ আন্দ্রে পিরলো রোনাল্ডোকে রাখার প্রয়োজন মনে করেননি। পরে চাকরি গিয়েছে পিরলোর। ফিরে এসেছেন পুরনো করছে আলেগ্রি। রোনাল্ডো যখন প্রথম সই করেছিলেন, তখন আলেগ্রি ছিলেন জুভেন্টাসের দায়িত্বে। পর্তুগিজ তারকার সঙ্গে তাঁর সম্পর্ক মধুর। কিন্তু জুভে জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগ এখনও জিততে পারেনি রোনাল্ডো। সেই প্রত্যাশা এবার পূর্ণ করতে পারেন কিনা উত্তর দেবে সময়।
advertisement
advertisement
একদিন আগেই ছবি দিয়েছিলেন পরিবারের সঙ্গে নীল সমুদ্রের মাঝে ছুটি কাটানোর। সঙ্গে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং চার সন্তান। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। লাক্সারি ইয়টের ডেকে রোদ পোহাচ্ছে রোনাল্ডো পরিবার। তলায় ক্যাপশন লিখেছেন, 'ভালোবাসার মানুষদের সঙ্গে বিশ্রাম নেওয়ার সময় '।
অতীতেও কখনও স্পেনের ইবিজা, কখনও ফ্রান্সের সেন্ট টপাজ, কখনও নিজের দেশ পর্তুগালের মাদেইরা সমুদ্র সৈকতে রোনাল্ডোর ছুটি কাটানোর ছবি অনেকবার দেখা গিয়েছে। সাদাকালো জার্সি গায়ে নামার আগে ব্যাটারি রিচার্জ করে নিচ্ছেন
advertisement
সিআরসেভেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নিশ্চিন্ত জুভেন্টাস, আরও এক মরশুম তুরিনেই থেকে যাচ্ছেন রোনাল্ডো
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement