কলকাতার চা বিক্রেতা –র আর্জেন্টিনা প্রেম, নীল-সাদায় রাঙিয়ে নিলেন বাড়ি
Last Updated:
কলকাতার ফুটবলপ্রেমী জনতা –র ফুটবল উন্মাদনা সম্পর্ক সকলেই ওয়াকিবহাল ৷
#কলকাতা: কলকাতার ফুটবলপ্রেমী জনতা –র ফুটবল উন্মাদনা সম্পর্ক সকলেই ওয়াকিবহাল ৷ সারা বছর যেটা মোহনবাগান- ইস্টবেঙ্গল ঘিরে থাকে, চারবছর অন্তর সেটাই বিশ্বমানে পৌঁছে যায় বিশ্বকাপ ঘিরে ৷
এবারেও সেই বিশ্বকাপ ইতিমধ্যেই বইতে শুরু করেছে ৷ কলকাতার এক চা বিক্রেতা তার বাড়ি ও দোকান রঙিন করে নিয়েছেন আর্জেন্টিনার রঙে ৷ নীল-সাদায় রঙের শিব শঙ্কর পাত্রের বাড়ি যেকোনও বুয়েনস আর্য়ার্সের কোনও এক বাড়ির থেকে কিছু কম নয় ৷
পাশাপাশি বাড়ির নিচে তাঁর যে নিজস্ব টি –স্টল রয়েছে সেটাতেও মেসির জার্সির রঙের ছোঁওয়া ৷ শিব শঙ্কর পাত্র চা বিক্রি করছেনও অ্যালবি সেলেস্তের জার্সি পড়ে ৷ এমনকি তাঁর গ্রাহকরাও হাজির সেই একই জার্সিতে ৷
advertisement
advertisement
আর্জেন্টিনার অন্ধ ভক্ত জানিয়েছেন , ‘‘আমার কাছে মেসি মারাদোনার উত্তরসূরি ৷ আমার পরিবারে সকলেই মেসির ভক্ত ৷ আমাদের সকলের ওঁর ব্যবহার থেকে শুরু সব কিছু ভীষণ ভালো লাগে ৷ ’’
আসলে আর্জেন্টাইন এই ফ্যানের ইচ্ছা ছিল এবারের রাশিয়া বিশ্বকাপে গিয়ে দলের সমর্থণে গলা ফাটানো কিন্তু মাত্র ৬০ হাজার টাকাই জমাতে পেরেছিলেন তিনি ৷ তা নিয়ে তো আর রাশিয়া পাড়ি জমানো যায় না ৷ আর তাই এই অভিনব ভাবনা ৷ দলের সমর্থনে নিজেদেরই রাঙিয়ে নেওয়া ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2018 12:51 PM IST