‘নেইমার চ্যালেঞ্জ কনটেস্ট’...অভিনব এই প্রতিযোগিতা এখন ভাইরাল !
Last Updated:
বিশ্বকাপ শেষ। তিনি ও তাঁর দল বিদায় নিয়েছে। তবু থামছে না নেইমারকে নিয়ে ট্রোল।
#মেক্সিকো সিটি: বিশ্বকাপ শেষ। তিনি ও তাঁর দল বিদায় নিয়েছে। তবু থামছে না নেইমারকে নিয়ে ট্রোল। এবার তো সব সীমা পার করে দিল মেক্সিকোর এক ক্লাব।
কতই রঙ্গ দেখি মেক্সিকোয়! তিনি নাকি এবারের বিশ্বকাপে মোট ১৪ মিনিট সময় কাটিয়েছেন মাঠে গড়াগড়ি দিয়ে ! বিশ্বকাপের সময় তো বটেই, বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায়ের পরও থামছে না ব্রাজিল ওয়ান্ডার কিডকে নিয়ে ট্রোল। এবার বোধহয় সব সীমা ভেঙে দিল মেক্সিকোর ক্লাব তিজুয়ানা।
দলের খেলা চলছিল। তার মাঝেই হাফ টাইমে ফ্যানদের জন্য অভিনব নেইমার চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করে ক্লাবটি। মাঝমাঠ থেকে গড়িয়ে গড়িয়ে কে আগে যেতে পারে, তার নামই নেইমার চ্যালেঞ্জ। প্রসঙ্গত মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচেই প্লে অ্যাক্টিংয়ের জন্য প্রবল সমালোচিত হন ব্রাজিল ওয়ান্ডার কিড। পরে যদিও ভিডিও ক্লিপে দেখা যায়, নেইমারের পা মাড়িয়ে দিয়েছিলেন ফুটবলার মিগুয়েল লেয়ুন। ব্রাজিলের কাছে হেরে প্রি কোয়ার্টার থেকে বিদায় নেয় মেক্সিকো। এদিনের নেইমার চ্যালেঞ্জে খানিকটা যেন সেই হারের জ্বালাই মেটালেন মেক্সিকো সমর্থকরা।
advertisement
advertisement
Today’s halftime entertainment: “The Neymar Challenge”. #Xolos #LigaMXeng pic.twitter.com/YuJcglOJF7
— Francisco Velasco (@FranciscoEfV) July 8, 2018
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 10, 2018 11:30 AM IST








