বিদায় বুঁফো, হাসি-কান্নায় ভেসে জুভেন্তাসের সঙ্গে সম্পর্ক শেষ, দেখুন ভিডিও

Last Updated:

সিরি এ-র ম্যাচে ভেরোনার বিরুদ্ধে শেষবারের জন্য নেমেছিলেন জিয়ানলুগি বুঁফো ৷

#তুরিন:  একটা অধ্যায়ের সমাপ্তি ৷ জিয়ানলুগি বুঁফো ও জুভেন্তাস ৷ সব পথ চলাই একদিন শেষ হয়, সেটাই নিয়ম ৷ তবুও কষ্ট হয় এটাও শাশ্বত সত্য ৷
সিরি এ-র ম্যাচে ভেরোনার বিরুদ্ধে শেষবারের জন্য নেমেছিলেন জিয়ানলুগি বুঁফো ৷ ম্যাচের ৬১ মিনিটে তাঁকে তুলে নেওয়া হল শেষবারের জন্য ৷ আর কোনওদিন নামবেন না তিনি ৷ ১৭ মরশুমে ধরে চলা একটা সম্পর্কে যতি চিহ্ন ৷
সকলেই কেঁদে ভাসলেন , চোখে জল বুঁফোরও ৷ সকলেরই মনে একটা শেষ হয়ে যাওয়ার যন্ত্রণা ৷ জুভেন্তাসের জার্সি গায়ে ৬৫৬ টি ম্যাচ খেলেছেন তিনি ৷ যাঁর মধ্য ৩০১ –টি ম্যাচে গোলরক্ষক হিসেবে ক্লিনশিট রাখলেন তিনি ৷
advertisement
advertisement
এদিনের ম্যাচে ২-০ গোলে প্রত্যাশামতই জিতল সিরি-এ চ্যাম্পিয়নরা ৷ তাঁদের খেতাব জয় আগেই হয়ে গিয়েছিল ৷ এদিন তাঁদের হাতে উঠল ট্রফি ৷ শেষবারের জন্য জুভেন্তাসের জার্সিতে ট্রফি তুললেন ফুটবল দুনিয়ার অন্যতম গোলরক্ষক তারকা জিয়ানলুগি বুঁফো ৷
advertisement
২০০৬ সালে ইতালির জার্সি গায়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি ৷ এছাড়াও ক্লাব জীবনেও অসংখ্য মাইলস্টোন পেরিয়েছেন তিনি ৷  বুঁফো ৯ টি সিরি এ খেতাব জিতেছেন ৷ এছাড়াও চারটি কোপা ইটালিয়াও ঝোলায় রয়েছে তাঁর ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বিদায় বুঁফো, হাসি-কান্নায় ভেসে জুভেন্তাসের সঙ্গে সম্পর্ক শেষ, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement