রাশিয়া থেকে কি বিশ্বকাপ জিতে ফিরবে ব্রাজিল, কারা বদলে দেবেন ম্যাচের রঙ
Last Updated:
ফুটবল বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল ৷ ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা ৷ ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২ সালে বিশ্বকাপ জিতেছে তারা ৷
#রিও ডি জেনেইরো: ফুটবল বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল ৷ ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা ৷ ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২ সালে বিশ্বকাপ জিতেছে তারা ৷
আজ অবধি কোনও বিশ্বকাপের মূল পর্বে বিশ্বকাপ খেলেনি ব্রাজিল তা কখনো হয়নি ৷ এমনকি কখনই তাদের প্লে অফ খেলতে হয়নি ৷ বিশ্বকাপের ইতিহাসে ১০৪ টি ম্যাচের মধ্যে রেকর্ড ৭০ টি ম্যাচ জিতেছে তারা ৷
advertisement
১৯৭০ সালে –র বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলকে বিশ্বের সেরা দল হিসেবে গণ্য করা হয় ৷ পাঁচটি আলাদা আলাদা মহাদেশে বিশ্বকাপ জেতার নজিরও আছে তারা ৷ এবারের দল নিয়ে বিশ্ব জয়ে বেরিয়েছেন তিতে ৷
advertisement
থিয়াগো সিলভা – ব্রাজিল ডিফেন্সের ধারাবাহিক প্লেয়ার, ভুল ভ্রান্তি বিশেষ করেন না , যেকোনও রক্ষণে লিড করার মতো করার ক্ষমতা রয়েছে তার ৷ ইউরোপিয় ক্লাব ফুটবলে তিনি দ্রুততম রক্ষণভাগের ফুটবলারদের মধ্যে অন্যতম ৷ পাশাপাশি এরিয়াল বল খেলার দক্ষতা ও বুদ্ধিমত্তায় সকলের পছন্দের তালিকায় এক নম্বরে তিনি ৷
advertisement
ফিলিপ কুটিনহো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিতে-র পছন্দের তালিকায় এক নম্বরে ৷ সেকেন্ড স্ট্রাইকার অন দ্য ফ্ল্যাঙ্কস হিসেবেই তিনি খ্যাত ৷ সতীর্থদের গোলের উপযুক্ত বল সাপ্লাইয়ে তার জুড়ি মেলা ভার ৷ ড্রিবলিং ক্ষমতা, গতি , তীক্ষ্নতার এক মারাত্মক কম্বো তিনি ৷
advertisement
গ্যাব্রিয়েল জেসাসের মতো তরুণ ফুটবলার যেকোনও দলের বড় সম্পদ ৷ বিভিন্ন ধরণের অ্যাটাকিং পজিশনে খেলতে পারেন তিনি ৷ সেন্টার ফরোয়ার্ড হিসেবে বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহার হলেও তিনি একজন তুখোড় স্ট্রাইকার ৷ ফলস নাইন, উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডার সব রোলেই ফিট তিনি ৷ আসলে গতি, টেকনিক্যাল স্কিল, ড্রিবলিং ক্ষমতা, কর্মক্ষমতা, ফিনিশিং সবকিছুই নিখুঁত তার ৷
advertisement
যাঁর কথা না বললে ব্রাজিল গেমচেঞ্জারদের তালিকা অসম্পূর্ণ থাকবে তিনি হলেন নেইমার ৷ চোট থাকুক, খেলা নিয়ে অনিশ্চয়া থাকুক তবুও তিনিই ব্রাজিলের আক্রমণের মূল কর্ড ৷ সোজা বাংলায় নেইমারের পায়ে বল, বিপক্ষের চোখে জল ৷ নেইমার শুধু পজিটিভ স্ট্রাইকারই নন, উইঙ্গার , অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও একইরকম সফল ৷ নেইমারের আরও গুণের তালিকায় রয়েছে তার দুরন্ত ম্যাচ রিডিং, পাসিং, ফিনিশিং,ড্রিবলিং এবং খেলার বৈচিত্র্য ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2018 7:53 PM IST