Viral Video: পুলওয়ামায় এবার ইতিহাস সৃষ্টি হল, খেলার মাঠে যা ঘটল...তা আগে কখনই হয়নি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral Video: এর আগে সন্ত্রাসী হামলার জন্য সংবাদ শিরোনামে এসছিল পুলওয়ামা। এবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় ইতিহাস সৃষ্টি হল।
এর আগে সন্ত্রাসী হামলার জন্য সংবাদ শিরোনামে এসছিল পুলওয়ামা। এবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় ইতিহাস সৃষ্টি হল। যখন প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো একটি দিন-রাতের ক্রিকেট ম্যাচ। রয়্যাল প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচটি পুলওয়ামা স্পোর্টস স্টেডিয়ামে রয়্যাল গুডউইল ও সুলতান স্প্রিংস বারামুল্লার মধ্যে অনুষ্ঠিত হয়। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলা থেকে মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হাজার হাজার দর্শক এই ম্যাচ উপভোগ করতে উপস্থিত হন, যা উপত্যকায় খেলাধুলা নিয়ে মানুষের আগ্রহ এবং আশার প্রতিফলন।
এই ঐতিহাসিক ইভেন্টকে ঘিরে পিডিপি বিধায়ক ওয়াহিদ-উর-রহমান পাড়া একে উপত্যকার যুবসমাজের জন্য “একটি নতুন ইনিংসের সূচনা” হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, খেলাধুলা হতে পারে আশার ও ইতিবাচক পরিবর্তনের সেতুবন্ধন। রাজনৈতিক অনিশ্চয়তা এবং বেকারত্বে জর্জরিত উপত্যকার তরুণদের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
পাড়া জানান, এটি একটি সম্পূর্ণ যুব-নেতৃত্বাধীন উদ্যোগ, যেখানে সংগঠক, খেলোয়াড় এবং প্রচারকরা জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তাঁদের লক্ষ্য, তরুণদের মাদক ও হতাশার পথ থেকে সরিয়ে এনে খেলাধুলার মাধ্যমে জীবনের প্রতি নতুন আশাবাদ গড়ে তোলা। তিনি জানান, এই টুর্নামেন্ট ভবিষ্যতে উপত্যকার প্রতিটি জেলায় পৌঁছে যাবে।
advertisement
advertisement
#WATCH | J&K | People turn up in large numbers to watch the first-ever Day-Night Royal Premier League in Pulwama.
The Royal Premier League features 12 teams from across Jammu and Kashmir. (25.08) pic.twitter.com/bPscFJCImx
— ANI (@ANI) August 26, 2025
advertisement
আয়োজকদের মতে, এই টুর্নামেন্ট শুধুই একটি খেলা নয়, এটি উপত্যকার সন্ধ্যাগুলিকে আনন্দ ও একতার নতুন আলোয় রাঙানোর একটি উদ্যোগ। floodlight-এর আলোয়, খেলার উত্তেজনায় এবং সমবেত দর্শকদের উল্লাসে ফুটে উঠেছে কাশ্মীরের এক অন্য চিত্র। এক নতুন কাশ্মীর, যেখানকার তরুণরা স্বপ্ন দেখে, লড়ে এবং এগিয়ে যেতে চায়। শান্তির বার্তা দেয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 9:58 AM IST